শিরোনাম
◈ তুমুল সংঘর্ষ আফগান সীমান্তে, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ ◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত ◈ সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা ◈ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ◈ ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব ◈ ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন ◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির নতুন চুক্তির খেসারত, বার্সেলোনা ছাড়তে চলেছেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক : [২] বছর দুয়েক আগেই অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন আন্তোয়া গ্রিজম্যান। তবে অতি শিগগিরই সমাপতন ঘটতে চলেছে তার স্বপ্নের যাত্রার। বার্সেলোনা ছেড়ে আবারও অ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরতে চলেছেন ফরাসি তারকা।

[৩] আর্থিক সমস্যায় জেরবার বার্সেলোনা। ইতিমধ্যেই তারা ট্রিনকাও, কার্লোস এলিনার মতো প্রতিভাশালী ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। লিওনেল মেসির প্রায় ৫০ শতাংশ বেতন কমিয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করা প্রায় পাকা। এর ফলে মেসির বিশাল কমলেও আদপে তার বর্তমান বেতনের পরিমাণ দিতেও হিমশিম খেতে হবে বার্সালোনাকে।

[৪] তাই নতুন মওশুমের আগে দলের ফুটবলের মোট বেতনের পরিমাণ কমিয়ে ফেলতে একাধিক ফুটবলারকে ছাড়তে একপ্রকার বাধ্যই হচ্ছে বার্সা বোর্ড। ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী বার্সা ও অ্যাটলেটিকোর মধ্যে অদলবদল ঘটতে চলেছে। গ্রিজম্যানের বদলে বার্সায় আসতে চলেছেন সাউল নিগেজ।

[৫] দীর্ঘ আট বছর পর অবশেষে সাউল ছাড়তে চলেছেন তার প্রিয় ক্লাব। গত মওশুমটা একেবারেই ভাল কাটেনি একাধিক পজিশনে খেলতে দক্ষ স্প্যানিশ মিডফিল্ডারের। মরশুমের পর থেকেই তার দলবদল নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

[৬] যদিও বার্সা সোজাসুজি বদল নয়, গ্রিজম্যানের জন্য সাউলের পাশাপাশি কিছু অর্থেরও দাবি করেছে বলেই খবর। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে সাউলের লিভারপুলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা শোনা যায়। বার্সার সঙ্গে সাউলের চুক্তি যদি কোন কারণে ব্যাহত হয়, তাহলে লিভারপুল এবং চেলসি দুই প্রিমিয়র লিগ ক্লাব তাঁকে দলে নিতে আগ্রহী। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়