শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির নতুন চুক্তির খেসারত, বার্সেলোনা ছাড়তে চলেছেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক : [২] বছর দুয়েক আগেই অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন আন্তোয়া গ্রিজম্যান। তবে অতি শিগগিরই সমাপতন ঘটতে চলেছে তার স্বপ্নের যাত্রার। বার্সেলোনা ছেড়ে আবারও অ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরতে চলেছেন ফরাসি তারকা।

[৩] আর্থিক সমস্যায় জেরবার বার্সেলোনা। ইতিমধ্যেই তারা ট্রিনকাও, কার্লোস এলিনার মতো প্রতিভাশালী ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। লিওনেল মেসির প্রায় ৫০ শতাংশ বেতন কমিয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করা প্রায় পাকা। এর ফলে মেসির বিশাল কমলেও আদপে তার বর্তমান বেতনের পরিমাণ দিতেও হিমশিম খেতে হবে বার্সালোনাকে।

[৪] তাই নতুন মওশুমের আগে দলের ফুটবলের মোট বেতনের পরিমাণ কমিয়ে ফেলতে একাধিক ফুটবলারকে ছাড়তে একপ্রকার বাধ্যই হচ্ছে বার্সা বোর্ড। ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী বার্সা ও অ্যাটলেটিকোর মধ্যে অদলবদল ঘটতে চলেছে। গ্রিজম্যানের বদলে বার্সায় আসতে চলেছেন সাউল নিগেজ।

[৫] দীর্ঘ আট বছর পর অবশেষে সাউল ছাড়তে চলেছেন তার প্রিয় ক্লাব। গত মওশুমটা একেবারেই ভাল কাটেনি একাধিক পজিশনে খেলতে দক্ষ স্প্যানিশ মিডফিল্ডারের। মরশুমের পর থেকেই তার দলবদল নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

[৬] যদিও বার্সা সোজাসুজি বদল নয়, গ্রিজম্যানের জন্য সাউলের পাশাপাশি কিছু অর্থেরও দাবি করেছে বলেই খবর। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে সাউলের লিভারপুলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা শোনা যায়। বার্সার সঙ্গে সাউলের চুক্তি যদি কোন কারণে ব্যাহত হয়, তাহলে লিভারপুল এবং চেলসি দুই প্রিমিয়র লিগ ক্লাব তাঁকে দলে নিতে আগ্রহী। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়