শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:০৭ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব গোল টুকে রাখা শতবর্ষী ভক্তকে মেসির স্যালুট

নিউজ ডেস্ক: প্রযুক্তির এই যুগে এখন এক ক্লিকই যথেষ্ট, স্ক্রিনে ঢু মারলেই মিলবে প্রিয় খেলোয়াড়ের সব তথ্য-পরিসংখ্যান। কিন্তু যখন কম্পিউটার, মোবাইল কিংবা ইন্টারনেট ছিল না, তখনকার মানুষগুলো কীভাবে খেলার খুঁটিনাটিগুলো মনে রাখতেন! কেউ মুখে মুখে মনে রাখতেন, কেউ বা খাতায় টুকে রাখতেন। ওই যুগেরই একজন ভক্ত পেয়ে গেছেন এই সময়ের অন্যতম ফুটবলার লিওনেল মেসি।

মেসি কোন ম্যাচে কত গোল করেছেন, প্রতিপক্ষ কে ছিল সেসব জানতে ডন হের্নানের কাছে গেলেই হলো। গত সোমবার শতবর্ষে পা দেওয়া আর্জেন্টাইন এই ভক্ত ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর সব গোলের হিসাব খাতায় লিখে রেখেছেন। কোপা আমেরিকা জয়ের পর এই ব্যতিক্রম ভক্তের কথা সবার সামনে তুলে ধরেন তার নাতী। রাইজিং বিডি

ইনস্টাগ্রামের এক ভিডিওতে হুলিয়ান মাস্ত্রাঙ্গেলো তার দাদার এই কান্ডের কথা জানান। ১৬ বছরের ক্যারিয়ারে বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মেসির করা সাতশরও অধিক গোলের খুঁটিনাটি লিখে রেখেছেন হের্নান। কোনদিন গোল করেছেন, প্রতিপক্ষ কে ছিল, ম্যাচে গোল কয়টি- সব রয়েছে তার খাতায়।

এই সুপার ভক্তের কথা মেসির কানেও গেছে। সঙ্গে সঙ্গে বার্তা পাঠিয়েছেন তিনি, ‘হাই হের্নান। আমি আপনার গল্প শুনলাম। আপনি যেভাবে আমার গোলের হিসাব রেখেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। আপনাকে অনেক ভালোবাসা। যা করেছেন তার জন্য ধন্যবাদ। চালিয়ে যান, শুভকামনা রইলো। দেখা হবে শিগগিরই।’

হের্নানের স্মার্টফোন নেই। ইন্টারনেট সম্পর্কেও কোনও ধারণা নেই। তবে মেসির বার্তা পাঠানোর ভিডিও দেখেছেন। অশ্রুসিক্ত হয়ে তিনি প্রতিক্রিয়া জানান, ‘সবসময় তোমার খোঁজ রেখেছি এবং রেখে যাবো। তোমার পিছু পিছু হাঁটবো আমি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়