শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চামড়া ক্রয়ে ৫৮৩ কোটির ব্যাংক ঋণ, শর্তের জালে অনিশ্চয়তায় ট্যনারি মালিকরা

মাহামুদুল পরশ: [২]  সরকারি ব্যাংকগুলোর মধ্যে এই প্রণোদনায় সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে রুপালী ব্যাংক, যার পরিমাণ ২২৭ কোটি টাকা। এরপর ধারাবাহিক ভাবে জনতা ব্যাংক ১৪০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১২০ কোটি টাকা এবং সোনালী ব্যাংক ২৫ কোটি টাকা। ডিবিসি টিভি

[৩] বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ৬৬.৭৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে ইসলামী ব্যাংক। এরপরেই ধারাবাহিক ভাবে কৃষি ব্যাংক ২.৫ কোটি টাকা, আল-আরাফাহ ব্যাংক ১.০৯ কোটি টাকা, এনসিসি ব্যাংক ০.৫০ কোটি টাকা এবং দ্যা সিটি ব্যাংক ০.২৫ কোটি টাকা।

[৪] গতবছর ঈদুল আজহার আগে ৫টি সরকারি ব্যাংকসহ মোট ৯ টি বাণিজ্যিক ব্যাংক ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছিলো। এর বিপরীতে ব্যবসায়ীরা ঋণ নিয়েছিলো মাত্র ৬৫ কোটি টাকা। এবারো গতবছরের অপরিশোধিত ঋণের ৩ শতাংশ ডাউন পেমেন্টে ৩ বছর মেয়াদে পুনঃতফসিল করার সুযোগ পাবে চামড়া খাতের ব্যবসায়ীরা। এই সুবিধা মিলবে ৩১ আগষ্ট পর্যন্ত।

[৫] এই বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছিলো ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ দেয়া হবে। অনেক ট্যানারি মালিক ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েও ঋণ পায়নি। এর কারণ হিসেবে ব্যাংকগুলো বলেছিলো যারা অনিয়মিত ঋণ নেয় তাদের ক্ষেত্রে এই ঋণ প্রযোজ্য নয়। এই ধরনের শর্তের ক্ষেত্রে ব্যবসায়ীরা ঋণ নিতে অনুৎসাহিত হবে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়