শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চামড়া ক্রয়ে ৫৮৩ কোটির ব্যাংক ঋণ, শর্তের জালে অনিশ্চয়তায় ট্যনারি মালিকরা

মাহামুদুল পরশ: [২]  সরকারি ব্যাংকগুলোর মধ্যে এই প্রণোদনায় সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে রুপালী ব্যাংক, যার পরিমাণ ২২৭ কোটি টাকা। এরপর ধারাবাহিক ভাবে জনতা ব্যাংক ১৪০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১২০ কোটি টাকা এবং সোনালী ব্যাংক ২৫ কোটি টাকা। ডিবিসি টিভি

[৩] বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ৬৬.৭৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে ইসলামী ব্যাংক। এরপরেই ধারাবাহিক ভাবে কৃষি ব্যাংক ২.৫ কোটি টাকা, আল-আরাফাহ ব্যাংক ১.০৯ কোটি টাকা, এনসিসি ব্যাংক ০.৫০ কোটি টাকা এবং দ্যা সিটি ব্যাংক ০.২৫ কোটি টাকা।

[৪] গতবছর ঈদুল আজহার আগে ৫টি সরকারি ব্যাংকসহ মোট ৯ টি বাণিজ্যিক ব্যাংক ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছিলো। এর বিপরীতে ব্যবসায়ীরা ঋণ নিয়েছিলো মাত্র ৬৫ কোটি টাকা। এবারো গতবছরের অপরিশোধিত ঋণের ৩ শতাংশ ডাউন পেমেন্টে ৩ বছর মেয়াদে পুনঃতফসিল করার সুযোগ পাবে চামড়া খাতের ব্যবসায়ীরা। এই সুবিধা মিলবে ৩১ আগষ্ট পর্যন্ত।

[৫] এই বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছিলো ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ দেয়া হবে। অনেক ট্যানারি মালিক ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েও ঋণ পায়নি। এর কারণ হিসেবে ব্যাংকগুলো বলেছিলো যারা অনিয়মিত ঋণ নেয় তাদের ক্ষেত্রে এই ঋণ প্রযোজ্য নয়। এই ধরনের শর্তের ক্ষেত্রে ব্যবসায়ীরা ঋণ নিতে অনুৎসাহিত হবে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়