শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চামড়া ক্রয়ে ৫৮৩ কোটির ব্যাংক ঋণ, শর্তের জালে অনিশ্চয়তায় ট্যনারি মালিকরা

মাহামুদুল পরশ: [২]  সরকারি ব্যাংকগুলোর মধ্যে এই প্রণোদনায় সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে রুপালী ব্যাংক, যার পরিমাণ ২২৭ কোটি টাকা। এরপর ধারাবাহিক ভাবে জনতা ব্যাংক ১৪০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১২০ কোটি টাকা এবং সোনালী ব্যাংক ২৫ কোটি টাকা। ডিবিসি টিভি

[৩] বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ৬৬.৭৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে ইসলামী ব্যাংক। এরপরেই ধারাবাহিক ভাবে কৃষি ব্যাংক ২.৫ কোটি টাকা, আল-আরাফাহ ব্যাংক ১.০৯ কোটি টাকা, এনসিসি ব্যাংক ০.৫০ কোটি টাকা এবং দ্যা সিটি ব্যাংক ০.২৫ কোটি টাকা।

[৪] গতবছর ঈদুল আজহার আগে ৫টি সরকারি ব্যাংকসহ মোট ৯ টি বাণিজ্যিক ব্যাংক ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছিলো। এর বিপরীতে ব্যবসায়ীরা ঋণ নিয়েছিলো মাত্র ৬৫ কোটি টাকা। এবারো গতবছরের অপরিশোধিত ঋণের ৩ শতাংশ ডাউন পেমেন্টে ৩ বছর মেয়াদে পুনঃতফসিল করার সুযোগ পাবে চামড়া খাতের ব্যবসায়ীরা। এই সুবিধা মিলবে ৩১ আগষ্ট পর্যন্ত।

[৫] এই বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছিলো ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ দেয়া হবে। অনেক ট্যানারি মালিক ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েও ঋণ পায়নি। এর কারণ হিসেবে ব্যাংকগুলো বলেছিলো যারা অনিয়মিত ঋণ নেয় তাদের ক্ষেত্রে এই ঋণ প্রযোজ্য নয়। এই ধরনের শর্তের ক্ষেত্রে ব্যবসায়ীরা ঋণ নিতে অনুৎসাহিত হবে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়