শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চামড়া ক্রয়ে ৫৮৩ কোটির ব্যাংক ঋণ, শর্তের জালে অনিশ্চয়তায় ট্যনারি মালিকরা

মাহামুদুল পরশ: [২]  সরকারি ব্যাংকগুলোর মধ্যে এই প্রণোদনায় সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে রুপালী ব্যাংক, যার পরিমাণ ২২৭ কোটি টাকা। এরপর ধারাবাহিক ভাবে জনতা ব্যাংক ১৪০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১২০ কোটি টাকা এবং সোনালী ব্যাংক ২৫ কোটি টাকা। ডিবিসি টিভি

[৩] বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ৬৬.৭৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে ইসলামী ব্যাংক। এরপরেই ধারাবাহিক ভাবে কৃষি ব্যাংক ২.৫ কোটি টাকা, আল-আরাফাহ ব্যাংক ১.০৯ কোটি টাকা, এনসিসি ব্যাংক ০.৫০ কোটি টাকা এবং দ্যা সিটি ব্যাংক ০.২৫ কোটি টাকা।

[৪] গতবছর ঈদুল আজহার আগে ৫টি সরকারি ব্যাংকসহ মোট ৯ টি বাণিজ্যিক ব্যাংক ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছিলো। এর বিপরীতে ব্যবসায়ীরা ঋণ নিয়েছিলো মাত্র ৬৫ কোটি টাকা। এবারো গতবছরের অপরিশোধিত ঋণের ৩ শতাংশ ডাউন পেমেন্টে ৩ বছর মেয়াদে পুনঃতফসিল করার সুযোগ পাবে চামড়া খাতের ব্যবসায়ীরা। এই সুবিধা মিলবে ৩১ আগষ্ট পর্যন্ত।

[৫] এই বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছিলো ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ দেয়া হবে। অনেক ট্যানারি মালিক ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েও ঋণ পায়নি। এর কারণ হিসেবে ব্যাংকগুলো বলেছিলো যারা অনিয়মিত ঋণ নেয় তাদের ক্ষেত্রে এই ঋণ প্রযোজ্য নয়। এই ধরনের শর্তের ক্ষেত্রে ব্যবসায়ীরা ঋণ নিতে অনুৎসাহিত হবে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়