শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির নিষেধাজ্ঞায় ব্যাটের স্টিকার বদল করলেন গেইল

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটে স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস গেইল, নিজেকে ইউনিভার্স বস পরিচয় দেওয়ার পাশাপাশি ব্যাটেও ইউনিভার্স বস লিখা স্টিকার ব্যবহার করতেন গেইল। কিন্তু আইসিসির বাধায় সেটা আর করতে পারেন না তিনি, তবে হালও ছেড়ে দেননি গেইল, এখন থেকে তার ব্যাটে থাকবে ‘দ্যা বস’ লিখা নতুন স্টিকার।

[৩] আইসিসির পলিসি অনুযায়ী, কোন ক্রিকেটার তার জার্সি কিংবা ক্রিকেট সামগ্রীতে ব্যক্তিগত ব্র্যান্ডিং কিংবা কোন বার্তা দিতে পারবেন না। ক্রিস গেইলও সেটা মেনেই ব্যাট থেকে ইউনিভার্স বস লিখা স্টিকার ব্যবহার পরিহার করতেন, কিন্তু আবারও ব্যাটে নতুন স্টিকার ব্যবহার করেছেন। যাতে লিখা ‘দ্যা বস’।

[৪] ‘দ্যা বস’ লিখা স্টিকারের ব্যাট দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন ক্রিস গেইল, যা আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছর পর পাওয়া ফিফটি। ৩৮ বলে ৭ ছক্কায় ৬৭ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচ শেষে দ্যা বস লিখা স্টিকার প্রসঙ্গে ক্রিস গেইল বলেন, এখানে শুধু ‘দ্যা বস’ লিখা, আসলে তো এটা ‘ইউনিভার্স বস।’

[৫] তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি, তাই সংক্ষপ্তি করে শুধু ‘দ্যা বস’ করে নিয়েছি। কারণ বস তো আমিই। সংবাদ সম্মেলনে গেইলকে মনে করিয়ে দেওয়া হয় ক্রিকেটের সত্যিকারের ইউনিভার্স বস তো আইসিসি, কারণ ক্রিকেটটা তারাই চালায়। কিন্তু এখানেও সদা হাসোজ্জল গেইলের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর, আইসিসি নয়, টেকনিকালি আমিই ক্রিকেটের বস।

[৬] বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করেছেন ক্রিস গেইল, ১১ হাজার রানও নেই অন্য কোন ক্রিকেটারের। নতুন এই অর্জনে তৃপ্ত হলেও গেইলের চোখ ১৫ হাজার রানের দিকেই, তিনি দেখিয়ে দিতে চান নিজের সামর্থ্য। ক্রিস গেইল বলেন, টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান করতে পারাটা দারুণ অর্জন, এখন আমার নিজের লক্ষ্য হওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটার হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরও অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারব, এখনও আমার সামর্থ্য কতটা আছে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়