মাহামুদুল পরশ: [২] সোমবার বিবিসির একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, করোনার সর্বোচ্চ শনাক্তের পরে এই ধরনের সিন্ধান্ত অদ্ভুত। এই সিদ্ধান্তের ফলে কোরবানি ঈদের পরে সংক্রমণের বিস্ফোরণ হবার ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি। বিবিসি রেডিও
[৩] তিনি আরও বলেন, সরকার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উভয় সংকটে ভুগছে। কোরবানি ঈদকে সামনে রেখে লকডাউন শিথিলের এই সিদ্ধান্তের ফলে দেশে করোনা ভয়াবহ রূপ ধারণ করতে পারে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে লকডাউন শিথিলের সিদ্ধান্তকে সমর্থন করেননা বলে মন্তব্য করেন তিনি। সম্পাদনা : রাশিদ