শিরোনাম
◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দানের মহিমা: কীর্তনের আগে অর্থ জানা চাই!

মাসুদ রানা: দান একটি মহৎ কর্ম হিসেবে স্বীকৃত। কারণ, যারা স্বীকৃতি দেন, মানে অন্যেরা, দানে তাদের উপকার হয়। এটি বোধগম্য। কিন্তু দান বলতে কী বুঝায়? দানের সংজ্ঞা কী? সাধারণ অর্থে দান মানে দেওয়া। কিন্তু মহত্ত্বের অর্থে দান মানে হচ্ছে, নিজের ভোগ্য নিজে ভোগ না করে নিজের সত্ত্ব ছেড়ে অন্যকে দিয়ে দেওয়া। যা আমার ছিলো কিন্তু হারিয়ে গেলো, সেটি কখনও দান হতে পারে না। দান সেটি, যেটি আমার আছে, আমি ভোগ করতে পারি, কিন্তু না করে অন্যের জন্যে দিয়ে দিলাম নিজকে বঞ্চিত করে। তবে, এই যে নিজের ভোগ্যটি অন্যকে দিয়ে দিলাম নিজে ভোগ না করে, তা যদি কারও বন্দুকের নলের মুখে ভীত হয়ে দিয়ে দেই, সেটি কিন্তু দান হবে না।

দান হবে তখন, যখন তা আমি আমার ভোগ্যটি অন্যেকে স্বেচ্ছায় দিয়ে দেই। একটি ফিল্মে যে দেখেছিলাম একজন বন্ধু তার একটি চোখ তার অন্ধ বন্ধুকে স্বেচ্ছায় দিয়ে দিলেন তাকে দৃষ্টিসম্পন্ন করার জন্যে, সেটি হচ্ছে দান। কারণ, দু’টি চোখই ছিলো তার প্রয়োজনীয় ও ব্যবহার যোগ্য বা ভোগ্য। কিন্তু তা থেকে তিনি একটি তার বন্ধুকে দিয়ে দিলেন। অর্থাৎ, তিনি দান করলেন। কিন্তু যে-সদয় ব্যক্তি বলে যান যে, মৃত্যুর পর তার চোখ দু’টো যেনো কোনো অন্ধ ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, সেটি অবশ্যই একটি সদিচ্ছা, কিন্তু দান নয়। লণ্ডন, ইংল্যাণ্ড থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়