শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দানের মহিমা: কীর্তনের আগে অর্থ জানা চাই!

মাসুদ রানা: দান একটি মহৎ কর্ম হিসেবে স্বীকৃত। কারণ, যারা স্বীকৃতি দেন, মানে অন্যেরা, দানে তাদের উপকার হয়। এটি বোধগম্য। কিন্তু দান বলতে কী বুঝায়? দানের সংজ্ঞা কী? সাধারণ অর্থে দান মানে দেওয়া। কিন্তু মহত্ত্বের অর্থে দান মানে হচ্ছে, নিজের ভোগ্য নিজে ভোগ না করে নিজের সত্ত্ব ছেড়ে অন্যকে দিয়ে দেওয়া। যা আমার ছিলো কিন্তু হারিয়ে গেলো, সেটি কখনও দান হতে পারে না। দান সেটি, যেটি আমার আছে, আমি ভোগ করতে পারি, কিন্তু না করে অন্যের জন্যে দিয়ে দিলাম নিজকে বঞ্চিত করে। তবে, এই যে নিজের ভোগ্যটি অন্যকে দিয়ে দিলাম নিজে ভোগ না করে, তা যদি কারও বন্দুকের নলের মুখে ভীত হয়ে দিয়ে দেই, সেটি কিন্তু দান হবে না।

দান হবে তখন, যখন তা আমি আমার ভোগ্যটি অন্যেকে স্বেচ্ছায় দিয়ে দেই। একটি ফিল্মে যে দেখেছিলাম একজন বন্ধু তার একটি চোখ তার অন্ধ বন্ধুকে স্বেচ্ছায় দিয়ে দিলেন তাকে দৃষ্টিসম্পন্ন করার জন্যে, সেটি হচ্ছে দান। কারণ, দু’টি চোখই ছিলো তার প্রয়োজনীয় ও ব্যবহার যোগ্য বা ভোগ্য। কিন্তু তা থেকে তিনি একটি তার বন্ধুকে দিয়ে দিলেন। অর্থাৎ, তিনি দান করলেন। কিন্তু যে-সদয় ব্যক্তি বলে যান যে, মৃত্যুর পর তার চোখ দু’টো যেনো কোনো অন্ধ ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, সেটি অবশ্যই একটি সদিচ্ছা, কিন্তু দান নয়। লণ্ডন, ইংল্যাণ্ড থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়