শিরোনাম
◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমান্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দানের মহিমা: কীর্তনের আগে অর্থ জানা চাই!

মাসুদ রানা: দান একটি মহৎ কর্ম হিসেবে স্বীকৃত। কারণ, যারা স্বীকৃতি দেন, মানে অন্যেরা, দানে তাদের উপকার হয়। এটি বোধগম্য। কিন্তু দান বলতে কী বুঝায়? দানের সংজ্ঞা কী? সাধারণ অর্থে দান মানে দেওয়া। কিন্তু মহত্ত্বের অর্থে দান মানে হচ্ছে, নিজের ভোগ্য নিজে ভোগ না করে নিজের সত্ত্ব ছেড়ে অন্যকে দিয়ে দেওয়া। যা আমার ছিলো কিন্তু হারিয়ে গেলো, সেটি কখনও দান হতে পারে না। দান সেটি, যেটি আমার আছে, আমি ভোগ করতে পারি, কিন্তু না করে অন্যের জন্যে দিয়ে দিলাম নিজকে বঞ্চিত করে। তবে, এই যে নিজের ভোগ্যটি অন্যকে দিয়ে দিলাম নিজে ভোগ না করে, তা যদি কারও বন্দুকের নলের মুখে ভীত হয়ে দিয়ে দেই, সেটি কিন্তু দান হবে না।

দান হবে তখন, যখন তা আমি আমার ভোগ্যটি অন্যেকে স্বেচ্ছায় দিয়ে দেই। একটি ফিল্মে যে দেখেছিলাম একজন বন্ধু তার একটি চোখ তার অন্ধ বন্ধুকে স্বেচ্ছায় দিয়ে দিলেন তাকে দৃষ্টিসম্পন্ন করার জন্যে, সেটি হচ্ছে দান। কারণ, দু’টি চোখই ছিলো তার প্রয়োজনীয় ও ব্যবহার যোগ্য বা ভোগ্য। কিন্তু তা থেকে তিনি একটি তার বন্ধুকে দিয়ে দিলেন। অর্থাৎ, তিনি দান করলেন। কিন্তু যে-সদয় ব্যক্তি বলে যান যে, মৃত্যুর পর তার চোখ দু’টো যেনো কোনো অন্ধ ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, সেটি অবশ্যই একটি সদিচ্ছা, কিন্তু দান নয়। লণ্ডন, ইংল্যাণ্ড থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়