শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দানের মহিমা: কীর্তনের আগে অর্থ জানা চাই!

মাসুদ রানা: দান একটি মহৎ কর্ম হিসেবে স্বীকৃত। কারণ, যারা স্বীকৃতি দেন, মানে অন্যেরা, দানে তাদের উপকার হয়। এটি বোধগম্য। কিন্তু দান বলতে কী বুঝায়? দানের সংজ্ঞা কী? সাধারণ অর্থে দান মানে দেওয়া। কিন্তু মহত্ত্বের অর্থে দান মানে হচ্ছে, নিজের ভোগ্য নিজে ভোগ না করে নিজের সত্ত্ব ছেড়ে অন্যকে দিয়ে দেওয়া। যা আমার ছিলো কিন্তু হারিয়ে গেলো, সেটি কখনও দান হতে পারে না। দান সেটি, যেটি আমার আছে, আমি ভোগ করতে পারি, কিন্তু না করে অন্যের জন্যে দিয়ে দিলাম নিজকে বঞ্চিত করে। তবে, এই যে নিজের ভোগ্যটি অন্যকে দিয়ে দিলাম নিজে ভোগ না করে, তা যদি কারও বন্দুকের নলের মুখে ভীত হয়ে দিয়ে দেই, সেটি কিন্তু দান হবে না।

দান হবে তখন, যখন তা আমি আমার ভোগ্যটি অন্যেকে স্বেচ্ছায় দিয়ে দেই। একটি ফিল্মে যে দেখেছিলাম একজন বন্ধু তার একটি চোখ তার অন্ধ বন্ধুকে স্বেচ্ছায় দিয়ে দিলেন তাকে দৃষ্টিসম্পন্ন করার জন্যে, সেটি হচ্ছে দান। কারণ, দু’টি চোখই ছিলো তার প্রয়োজনীয় ও ব্যবহার যোগ্য বা ভোগ্য। কিন্তু তা থেকে তিনি একটি তার বন্ধুকে দিয়ে দিলেন। অর্থাৎ, তিনি দান করলেন। কিন্তু যে-সদয় ব্যক্তি বলে যান যে, মৃত্যুর পর তার চোখ দু’টো যেনো কোনো অন্ধ ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, সেটি অবশ্যই একটি সদিচ্ছা, কিন্তু দান নয়। লণ্ডন, ইংল্যাণ্ড থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়