শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও নারী ক্রিকেটে ইংল্যান্ডের সোফি একলেস্টন

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া শুরু করেছে এ বছরের জানুয়ারি থেকে। যা মে পর্যন্ত পেয়েছেন শুধু উপমহাদেশের ক্রিকেটাররাই। এবার এলো ভিন্নতা, জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভন কনওয়ে।

[৩] নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের নির্বাচিত হয়েছেন কনওয়ে। জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। সেই ম্যাচেই লর্ডসে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি হাঁকান কনওয়ে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৮০।

[৪] এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে দুই ইনিংসে করেন ৫৪ এবং ১৯। জুন মাসে একটি ডাবল সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি হাঁকানোর সুবাদেই এই পুরস্কার নিজের করে নিয়েছেন কনওয়ে। ক্যারিয়ারের প্রথম ৩টি টেস্ট ম্যাচের পর কনওয়ের নামের পাশে ৩৭৯ রান। গড় ৬৩.১৭। স্ট্রাইকরেট ৫০।

[৫] এই অর্জনের অনুভূতি জানাতে গিয়ে কনওয়ে বলেন, এই পুরস্কার জিতে আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি। টেস্টে পারফরম্যান্সের জন্য পুরস্কারটি পাওয়ায় এটিকে আরও বেশি বিশেষ মনে হচ্ছে। লর্ডসে দ্বিশতক হাঁকিয়ে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।

[৬] তিনি বলেন, ভারতের বিপক্ষে ফাইনালে অবদান রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ও গর্ব করার জায়গা। আমি ধন্যবাদ জানাচ্ছি আইসিসিকে। নিউজিল্যান্ডকে ধন্যবাদ দিতে চাই কারণ তারা আমাকে সমর্থন ও সাহস জুগিয়েছে। বছরের বাকি অর্ধে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।

[৭] জুন মাসের সেরা খেলোয়াড় হওয়ার পথে কনওয়ে হারিয়েছেন সতীর্থ কাইল জেমিসন ও জন্মভূমি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কুইন্টন ডি কককে। ক্রিকইনফো, আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়