শিরোনাম
◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা?

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও নারী ক্রিকেটে ইংল্যান্ডের সোফি একলেস্টন

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া শুরু করেছে এ বছরের জানুয়ারি থেকে। যা মে পর্যন্ত পেয়েছেন শুধু উপমহাদেশের ক্রিকেটাররাই। এবার এলো ভিন্নতা, জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভন কনওয়ে।

[৩] নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের নির্বাচিত হয়েছেন কনওয়ে। জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। সেই ম্যাচেই লর্ডসে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি হাঁকান কনওয়ে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৮০।

[৪] এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে দুই ইনিংসে করেন ৫৪ এবং ১৯। জুন মাসে একটি ডাবল সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি হাঁকানোর সুবাদেই এই পুরস্কার নিজের করে নিয়েছেন কনওয়ে। ক্যারিয়ারের প্রথম ৩টি টেস্ট ম্যাচের পর কনওয়ের নামের পাশে ৩৭৯ রান। গড় ৬৩.১৭। স্ট্রাইকরেট ৫০।

[৫] এই অর্জনের অনুভূতি জানাতে গিয়ে কনওয়ে বলেন, এই পুরস্কার জিতে আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি। টেস্টে পারফরম্যান্সের জন্য পুরস্কারটি পাওয়ায় এটিকে আরও বেশি বিশেষ মনে হচ্ছে। লর্ডসে দ্বিশতক হাঁকিয়ে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।

[৬] তিনি বলেন, ভারতের বিপক্ষে ফাইনালে অবদান রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ও গর্ব করার জায়গা। আমি ধন্যবাদ জানাচ্ছি আইসিসিকে। নিউজিল্যান্ডকে ধন্যবাদ দিতে চাই কারণ তারা আমাকে সমর্থন ও সাহস জুগিয়েছে। বছরের বাকি অর্ধে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।

[৭] জুন মাসের সেরা খেলোয়াড় হওয়ার পথে কনওয়ে হারিয়েছেন সতীর্থ কাইল জেমিসন ও জন্মভূমি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কুইন্টন ডি কককে। ক্রিকইনফো, আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়