শিরোনাম

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ৪

ডেস্ক নিউজ: সোমবার (১২ জুলাই) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন, আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ আলী (৪৫)। তাৎক্ষণিক তাদের ঠিকানা জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খায়রুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুইজন গরু ব্যবসায়ী। তারা ঈদ উপলক্ষে ঢাকা থেকে গরু কিনতে এসেছিলেন। সকালে ফাঁসিতলা এলাকায় তাদের বহনকারী পিকআপভ্যানটির সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরেক জনের মৃত্যু হয়।

এসময় পিকআপভ্যানের আরো চার যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সূত্র: বাংলা নিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়