শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে গত ১১ দিনে ১৯০ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। এ নিয়ে গত ১১ দিনে ১৯০ জনের মৃত্যু হলো। রবিবার সকালে রামেক হাসপাতালের

[৩] পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর নয়, নাটোরের ছয়, পাবনার এক, নওগাঁর দুই ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন দুই জন। শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ৫১৮ জন রোগী ভর্তি আছেন।

[৫] এদিকে রাজশাহীতে করোনা শনাক্তের হার কমেছে। শনিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৫ দশমিক ০৫ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৪ শতাংশ কম। এর আগের দিন শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ। গত বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ।

[৬] ল্যাব সূত্র জানায়, শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১২৮ জনের। চাঁপাইনবাবগঞ্জের ৫৫ জনের নমুনা পরীক্ষায় চার জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালটিতে এ মাসের দশদিনে ১৭১ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়