শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে গত ১১ দিনে ১৯০ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। এ নিয়ে গত ১১ দিনে ১৯০ জনের মৃত্যু হলো। রবিবার সকালে রামেক হাসপাতালের

[৩] পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর নয়, নাটোরের ছয়, পাবনার এক, নওগাঁর দুই ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন দুই জন। শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ৫১৮ জন রোগী ভর্তি আছেন।

[৫] এদিকে রাজশাহীতে করোনা শনাক্তের হার কমেছে। শনিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৫ দশমিক ০৫ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৪ শতাংশ কম। এর আগের দিন শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ। গত বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ।

[৬] ল্যাব সূত্র জানায়, শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১২৮ জনের। চাঁপাইনবাবগঞ্জের ৫৫ জনের নমুনা পরীক্ষায় চার জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালটিতে এ মাসের দশদিনে ১৭১ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়