শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় একদিনে ১৭জনের মৃত্যু, শনাক্ত ১৮৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দশজন। রোববার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলো-বগুড়া সদরে মোজাম্মেল (৭৫), ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জে মহিউদ্দীন (৭২), সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার মুরাদ (৪৫) এবং নাটোরের মিনা খানম (৫৫)। গত ২৪ ঘণ্টায় সরকারী বেসরকারী পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৪৮৭টি নমুনায় ১৮৩জনের করোনা পজিটিভ হয়েছে।

[৪] এদের মধ্যে সদরের ১০১জন, শেরপুরে ২২জন, সারিয়াকান্দিতে ১১জন, নন্দীগ্রামে ১০জন, সোনাতলায় ৮জন, গাবতলীতে ৮জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৫জন, দুপচাঁচিয়ায় ৪জন, শিবগঞ্জে ৪জন এবং কাহালুতে ৪জন। আক্রন্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। এছাড়াও একই সময়ে সুস্থ হয়েছে আরও ৮৫জন।

[৫] বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ১০৮জন করোনা পজিটিভ হয়েছে। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৬ নমুনায় ১৬জন এবং এন্টিজেন পরীক্ষায় ১৩৮জনের মধ্যে ৩৬জন করোনায় পজিটিভ হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ নমুনায় ২৩জন করোনা পজিটিভ হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৫ হাজার ৭০৭জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ৫৩৫জন এবং ৪৬৭জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১হাজার ৭০৫জন চিকিৎসাধীন রয়েছে।

[৬] ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা চলছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়