শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ১হাজার-১২শ বেডের করোনা হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: [২] আগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা। করোনা রোগীদের জন্য ১৫-১৬ হাজার বেডের ৮০ ভাগ পূরণ হয়ে গেছে। এ কারণে সব জায়গায় বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

[৩] বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ১০০০-১২০০ বেডের করোনা হাসপাতাল হবে, এখানে ৪শ বেডের আইসিইউ, আরও ৪শ বেডের এইচডিইউ ইউনিট করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ৪ হাজার নতুন চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দেবার প্রক্রিয়া শেষ হয়েছে ইতোমধ্যে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কোভ্যাক্স থেকে আগস্টে ৬০ লাখ ফাইজারের ভ্যাকসিন এবং চীন থেকে ৫০ লাখ ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে আগামি দুই মাসের মধ্যে প্রায় পৌনে ২ কোটি ডোজ করোনার ভ্যাকসিন আসবে।

[৪] এসময়ে স্বাস্থ্য মন্ত্রী সতর্ক করে বলেন, গত একমাসে যা ছিল, বর্তমানে তার থেকে ৮ গুণ রোগী বেড়েছে। করোনার সংক্রমণ বা ইনফেকশন না কমালে শুধু হাসপাতালের বেড বাড়িয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না।

[৫] তিনি বলেন, বলেন, আমরা আশা করছি আগামী দেড় মাসের মধ্যে আমাদের হাতে এক থেকে দেড় কোটি ডোজ টিকা থাকবে। এছাড়াও আগস্ট মাসে আরো কিছু টিকা আসার কথা রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়