শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধা সদর হাসপাতালে অক্সিজেন সিস্টেম চালুর দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন : [২] গাইবান্ধা জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু, আইসিইউ ও আরটি-পিসিআর ল্যাব স্থাপনসহ মাতৃসদনে গাইনি ডাক্তার নিয়োগ করার দাবিতে জেলা সিভিল সার্জন অফিস চত্বরে শনিবার মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়।

[৩] গাইবান্ধা নাগরিক মঞ্চ এই মানববন্ধনের আয়োজন করে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

[৪] মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবুসহ বিভিন্ন সংগঠনের পক্ষে ওয়াজিউর রহমান রাফেল, মিহির ঘোষ, গোলাম মারুফ মনা, জিএম চৌধুরী মিঠু, নূর মোহাম্মদ বাবু, নিলুফার ইয়াসমিন শিল্পী, মঞ্জুর রহমান মিঠু, মোস্তফা মনিরুজ্জামান প্রমুখ।

[৫] বক্তারা বলেন, গাইবান্ধা জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সেটআপ করা আছে। কিন্তু পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় ও হাইফ্লো ন্যাজাল কেন্যুলার অভাবে যে কোনো সময় বড় ধরণের বিপর্যয় ঘটার আশংকা রয়েছে। হাসপাতালে অব্যবস্থাপনার কারণে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে।

[৬] এছাড়া এক বছরের বেশি সময় ধরে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) গাইনি চিকিৎসক না থাকায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের গর্ভবতী মহিলাদের ডেলিভারি সংকট চরম আকার ধারণ করেছে। অবিলম্বে এসব সংকট ও সমস্যা সমাধানে জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়