শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফাইটার’ সিনেমায় জুটি বাঁধে আসছেন হৃতিক-দীপিকা

নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। ‘ফাইটার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন। সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুত তারা।

ইতোমধ্যে ‘ফাইটার’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার টিমের সঙ্গে ছবি পোস্ট করেছেন হৃতিক। ক্যাপশনে লিখেছেন, ‘ফাইটার সিনেমার সদস্যরা কাজ শুরুর জন্য প্রস্তুত।’

হৃতিকের ৪৭তম জন্মদিনে ‘ফাইটার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে প্রথমবার দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন ‘কৃষ’ অভিনেতা। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে অধির আগ্রহে ভক্তরা।

‘ফাইটার’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’র মতো সিনেমা নির্মাণ করেছেন এই পরিচালক। জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমায় হৃতিক ও দীপিকাকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যাবে। দু’জনই বেশ কিছু অ্যাকশন দৃশ্যে একসঙ্গে স্টান্ট করবেন।

হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ ছাড়াও দীপিকার ঝুলিতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সকুন বাত্রার একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে আরো আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে। এছাড়া নাগ অশ্বিনের সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায় পর্দায় হাজির হবেন দীপিকা। মুক্তির অপেক্ষায় তার ‘৮৩’ সিনেমাটি।

অন্যদিকে, ‘কৃষ ফোর’ সিনেমায় অভিনয় করবেন হৃতিক। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে তার অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়