শাহাদাত হোসেন: [২] করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে রাউজান উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের খোঁজ খবর নিয়ে তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন।
[৩] শুক্রবার বিকেলে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দইল্যাটিলা ও ডাবুয়া ইউনিয়নের বটতইল্যা টিলা এলাকায় ৫৯টি পরিবারের মধ্যে এসব ত্রাণ সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ।
[৪] রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা রুনু ভট্টচার্য্য প্রমুখ।