রাহুল রাজ: [২] এশিয়া ৩২ টি দেশের রাগবির উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে এশিয়া রাগবি ডেভেলপমেন্ট কমিটি। এই বছর ৩২ টি দেশ থেকে কমিটির মেম্বার হওয়ার জন্য প্রতিনিধিদের মনোনয়ন প্রেরণ করা হয় এশিয়া রাগবির নিকট। এর মধ্যে পাকিস্তান এবং নেপাল ছিলেন।
[৩] ভোটে পাকিস্তান এবং নেপাল সহ বাকি দেশ গুলোকে পিছনে ফেলে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর প্রধান কার্যনির্বাহী অফিসার (সি.ই.ও), নাজমুস সাকিব এশিয়া রাগবি ডেভেলপমেন্ট কমিটির সর্বকনিষ্ঠ মেম্বার হিসেবে (২০২১- ২০২৪ সাল পর্যন্ত) নির্বাচিত হয়েছেন।
[৪] নাজমুস সাকিবের গুরুত্বপূর্ণ মতামতে ও পূর্ব অভিজ্ঞতা এশিয়া ৩২ টি দেশের রাগবির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাগবি বিশেষজ্ঞরা। এশিয়া রাগবি ইতোমধ্যে নাজমুস সাকিবকে স্বাগত জানিয়েছে।