শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাকবেথ অবলম্বনে কলকাতায় নির্মিত ‘মায়া’ ছবিতে মিথিলা অভিনয় করবেন তিনটি ভিন্ন বয়সের চরিত্রে

ইমরুল শাহেদ: মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে রাজর্ষি দে’র পরিচালনায় ছবিটিতে আরো রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

মিথিলাকে এ ছবিতে নেওয়া প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক রাজর্ষি বলেছেন, ‘যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে তাকে এ চরিত্রের জন্য নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য পাঠাই। তিনিও সেটা খুব পছন্দ করেন।’ জানা গেছে, অর্পিতার পরিবর্তে ছবিটিতে মিথিলাকে যুক্ত করা হয়েছে। এ নিয়ে জানতে চাইলে রাজর্ষি বলেন, ‘এটা সত্য নয়। চিত্রনাট্য তৈরি হওয়ার সময় থেকেই মিথিলা এই সিনেমার অংশ।’ ইতোমধ্যে ছবির জন্য অভিনেতাদের লুক টেস্ট করা হয়েছে। ১২ জুলাই থেকে কলকাতা ও এর আশপাশে ছবিটির শুটিং শুরু হবে।

এর আগে টেলিভিশন, ওয়েব সিরিজে কাজ করলেও চলতি বছরই প্রথম সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন মিথিলা। অভিনেতা নিরবের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে তিনি অভিনয় করেছেন। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে।

মিথিলার কাছে মায়া সম্পর্কে জানতে চাইলে তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমি ছবিটি নিয়ে কথা বলার পর্যায়ে এখনও নেই এবং এ সময়ে কিছু বলতেও চাই না।’ রাজর্ষি বলেন, ‘মায়া ছবিতে মিথিলাকে তিনটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করতে হবে। চরিত্রটি বেশ জটিল।’ সৃজিতের ছবিতে কাজ করবেন কিনা জানতে চাওয়া হলে মিথিলা বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে তার সঙ্গে কাজ করতে পারলে আমি আনন্দিতই হব। কিন্তু আমার কাছে চিত্রনাট্য এবং আমার চরিত্রটি পছন্দ হতে হবে। তবে সেটে তিনি অন্যান্য শিল্পীদের সঙ্গে যে আচরণ করেন আমি তার থেকে ব্যতিক্রম থাকতে চাই না। উনি আমার সঙ্গে ব্যতিক্রমী আচরণ করলে সেটা আমি পছন্দও করব না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়