অনলাইন ডেস্ক : ১৭ বছর বয়সী এক অনাথ তরুণের মূত্রথলি থেকে নারকেলের সমান এক কেজি ওজনের একটা পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা।
এতিম এই ছেলেটির কাছ থেকে কোনো অর্থ না নিয়ে একদম বিনামূল্যে এই জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
ভারতের মুম্বাইয়ের এই অস্ত্রোপচার হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ভারতের কলকাতার ওই অনাথ তরুণ জন্মের পর থেকে রেউবেন শেখ এক্সট্রপি এপিসপেডিয়াস কমপ্লেক্স নামে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। প্রতি এক লাখের মধ্যে একজনের শরীরে এই রোগ দেখা দেয়। এই রোগে আক্রান্তদের মূত্রথলিতে মূত্র জমা থাকে না।
ওই তরুণের যখন দুই বছর বয়স ছিল তখন ড. রাজিব রেডকার নামে এক চিকিৎসক তার একটি অস্ত্রোপচার করেছিলেন।
গত মাসে ওই ছেলেটি মুম্বাইয়ের ওই চিকিৎসকের সঙ্গে ফের যোগাযোগ করেন। চিকিৎসককে জানায়, তার পেটে খুব ব্যথা হচ্ছে। তিনি মূত্র চেপে রাখতে পারছেন না।
তখন চিকিৎসকরা তাকে মুম্বাই আসতে বলেন। কলকাতা থেকে মুম্বাই আসার পর সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় এক কেজি ওজনের ওই পাথরের। ওই তরুণ বর্তমানে ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।যুগান্তর