নুরে আলম: [২] বুধবার কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের ৩৫ টি রাষ্ট্র গুগল অ্যাপস স্টোরের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছে। আর টি
[৩] মামলার অভিযোগে লেখা হয়েছে, গুগল প্লে স্টোর একচেটিয়া বাজার সৃষ্টি করেছে এবং অন্যান্য অ্যাপস ডেভেলপার কোম্পানির ওপর তারা একচ্ছত্র প্রভাব বিস্তার করছে।
[৪] মার্কিন জেলা আদলতের এটর্নি জেনারেল বলেন, গুগল তাদের একচেটিয়া প্রভাব ধরে রাখার জন্য অন্যান্য কোম্পানির ওপর বাঁধা সৃষ্টি করছে।
[৫] গুগল সাধারণত প্রতিটি অ্যাপের জন্য ডেভেলপারদের কাছ থেক ৩০ শতাংশ কেটে রাখে। পরবর্তীতে ব্যবহারকারীদের কাছ থেকে একটা লভ্যাংশ তারা কেটে রাখে। গুগলের এই কমিশনের পদ্ধতিটিকে প্রশ্নবিদ্ধ করেই মূলত মামলা করা হয়েছে। একচেটিয়া এই বাজার নিয়ন্ত্রণের জন্য অন্যান্য অ্যাপস তৈরি কারী প্রতিষ্ঠান ইচ্ছা করলেও তাদের অ্যাপস গুগল প্লে স্টোরে ছাড়া অন্য কোথাও দিতে পারবেন না।
[৬] গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে অন্যান্য অ্যাপস ডাউনলোড যেনো কেউ না করতে পারে গুগলের এই সিস্টেমের প্রতিবাদ করেছে অন্যান্য প্রতিষ্ঠান।