শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

মোহাম্মদ হোসেন:[২] চট্টগ্রামের হাটহাজারীতে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ১সপ্তাহে উপজেলায় প্রায় দুই শতাধিক রোগী আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালসহ উপজেলাও জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

[৩] বৃহস্পতিবার (৮ জুলাই) হাসপাতাল ঘুরে দেখা যায়,করোনায় স্বাস কস্ট নিয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। ১০ শয্যা করেনা বেড সেখানে সংযোগ করা হয়েছে১২টি অকিজেন গতকাল বুধবার(৭ জুলাই) মোট ১৪ জনকে করোনা বেড এ ভর্তি করা হয়েছে।এ দিকে করোনা পজিটিভ শনাক্ত বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভাসদর ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে নির্বাহী নেতৃত্বে টহল ও ভ্রাম্যমান আদালতপরিচালনা করছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৪] বিকেল ৫টা পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্টান খোলা রাখার নির্দেশনা জারী থাকলেও কিছু কিছু ব্যবসাী তা মানছেন না। আইন শৃংখলা বাহিনী টহল থাকা অবস্থায় অনেকেই দোকান বন্ধ করে দিলেও পরে তারা কৌশলে খোলা রাখেন।প্রশাসনের জোরালো টহল ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্বেও করোনা সচেতনতায়সাধারণ মানুষ অনেকটাই অসেচতনভাবে ঘোরাফেরা ও কেনাকাটা করছে।

[৫] অন্যদিকে টিএইচওসৈয়দ ইমতিয়াজ হোসাইন বলেন, উপজেলা হাসপাতাল করোনা রোগীর চিকিৎসায় পর্যাপ্ত বেড না থাকলে চিকিৎসক, ওষুধ ও আলাদা বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি ধারনা করছেন। পার্শ্ববর্তী উপজেলা রাউজান ওফটিকছড়ি থেকেও এই উপজেলা হাসপাতালে করোনাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসানিচ্ছেন অনেকেই। উল্লেখ্য, হাটহাজারী উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫০ জন নারী পুরুষ মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়