শিরোনাম
◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল ◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ত্রিধা চৌধুরী সম্পর্কে মুখ খুললেন নুসরতের প্রাক্তন স্বামী নিখিল, ত্রিধা কেবলই আমার বন্ধু

মনিরুল ইসলাম : [২] কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরত জহান । তার প্রাক্তন স্বামী নিখিল জৈন। এখন ব্যস্ত রয়েছেন খুড়তুতো বোনের বিয়ের অনুষ্ঠান নিয়ে৷ গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ‘লুঙ্গি ডান্স’, সব কিছুতেই মুখ্য ভূমিকায় নিখিল । ‘‘অনেক দিন পর পরিবারের সকলের সঙ্গে ভীষণ আনন্দ করে সময় কাটাচ্ছি জানান নিখিল।

[৩] অন্যদিকে, নুসরতের সঙ্গে বিচ্ছেদের কিছু সময় পর থেকেই নিখিল এবং ত্রিধার বন্ধুত্বের রসায়ন নিয়ে চর্চা শুরু হয়।

[৪] নিখিল আনন্দবাজার অনলাইনকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ও ত্রিধা কেবল মাত্র বন্ধু। অন্য কোনও সম্পর্কের কথা ভেবে নিয়ে জল্পনা করার দরকার নেই।

[৫] এদিকে, মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন নিখিলের বান্ধবী অভিনেত্রী ত্রিধা চৌধুরী। সপ্রতিভ নিখিল বললেন, ‘‘ত্রিধা আমার স্কুলের জুনিয়র। খুব ভাল বন্ধু আমরা। ও মুম্বই থেকে কলকাতায় এলে দেখা করি। পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলে তো ভালই লাগব
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ত্রিধা বলেছিলেন, ‘‘আমি নিখিলকে আশ্বস্ত করেছি, ও এই কঠিন সময়টা খুব দৃঢ়তার সঙ্গে পেরিয়ে যাবে।

[৬] ত্রিধার এই বক্তব্যে নিখিল বলেন ত্রিধা একদম ঠিকই বলেছে। দেখুন, ত্রিধার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে চার দিকে নানা কথা বলা হচ্ছে। আমি যদি ত্রিধার সঙ্গে ‘ডেট’ করতাম, তা হলে সেটা সকলকে জানিয়েই করতাম, এতে লুকোচুরির কিছু নেই।

[৭] নিখিল আরও জানান, ত্রিধা এবং তিনি বন্ধু হিসেবেই কফি খেতে গিয়েছিলেন, সে নিয়েও নানা গুঞ্জন চার দিকে ছড়িয়েছে। ‘‘মুম্বই থেকে বন্ধু এলে তাঁর সঙ্গে কফি খেতে যাব না? যাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু লোকে সামান্য কফি খেতে যাওয়া নিয়েও গল্প তৈরি করে দিচ্ছে। আমরা তো অনেক দিনের বন্ধু, আজ হঠাৎ বন্ধুত্ব নিয়ে এত চর্চ্চা কেন।

[৮] তবে, বেশ কিছু আগে ত্রিধা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘বিষাক্ত দাম্পত্যের থেকে বিচ্ছেদ অনেক ভাল।’ তখন ধরেই নেওয়া হয়েছিল যে অভিনেত্রীর এই বক্তব্য নুসরত ও নিখিলের সম্পর্কের ভাঙনকে ঘিরে। নিখিল এই প্রসঙ্গ টেনে বললেন, ‘‘ত্রিধা কিন্তু আমার আর নুসরতের সম্পর্কের নিরিখে এই বক্তব্য রাখেনি। বলিউডের এক অভিনেত্রীর জীবন নিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়