শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়নশিপে জেতা ট্রফি নিয়ে সপ্তাহজুড়ে শিরোপা উৎসব করবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় নিউজিল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো জেতা ট্রফি নিয়ে সপ্তাহজুড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠবে তাঁরা।

[৩] নিউজিল্যান্ডের উত্তর অংশের ভানাগেরি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের ইনভারকারগিল পর্যন্ত সাতদিন জুড়ে ট্রফি নিয়ে ঘুরবে ক্রিকেটাররা। আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে কুচকাওয়াজটি।

[৪] এই সাতদিনে ট্রফি নিয়ে অকল্যান্ড, তাউরাঙ্গা, হ্যামিল্টন, নিউ পলিমাউথ, উত্তর পালমাস্ট্রোন, ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চ শহরের বিভিন্ন রাস্তায় ভ্রমণ করবেন। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া উইল সোমারসিল, জিৎ রাভাল ও টড অ্যাস্টলের মতো ক্রিকেটাররাও এখানে অংশ নেবেন।

[৫] যদিও সেখানে থাকা হচ্ছে না বিজয়ী দলের অধিনায়ক কেন উইলিয়ামসন , কাইল জেমিসন, ডেভন কনওয়ে এবং কলিন ডি গ্র্যান্ডহোমের। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে তাঁরা দেশে ফেরেননি।

[৬] সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ফাইনালে অংশ নেয়া ক্রিকেটার ও দলের সাপোর্ট স্টাফরা এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন। আগামী শনিবার শেষ হতে যাচ্ছে তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন।

[৭] এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সপ্তাহজুড়ে অনুষ্ঠেয় শিরোপা উৎসবে অংশগ্রহণ করবেন ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা। নিউজিল্যান্ডের ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন যে, শিরোপা উৎসব করলেও তাদের কোয়ারেন্টাইনে কোন ছাড় দেয়া হয়নি। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়