শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর পেটের দায়ে মাস্ক বিক্রি

মো.রাইসুল ইসলাম: [২] সারা দেশে করোনা সংক্রমণের জন্য কিশোরেরা এক ধরনের ঘরবন্দি অবস্থাতেই রয়েছে। তবে সেই সুযোগটা সব কিশোরের নেই। তারই প্রমাণ মিলেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের আব্দুল হাকিমের ছেলে জীবন সরকারের।

[৩] মাত্র ১৬ বছর বসয় পেটের দায়ে এই মহামারিতে মাস্ক বিক্রি করছে স্কুল পড়ুয়া জীবন সরকার।
জীবন সরকার উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

[৪] করোনার কারণে তার বাবার আয় রোজগার অনেকে টাই কমে গেছে। এজন্য তাকে এই মহামারী করোনা ভাইরাস এর মধ্যে ও রোজগারের পথ খুঁজে নিতে হয়েছে । সারাদিন মাস্ক বিক্রয় করে তার আয় হয় ১০০ থেকে ১২০টাকা। সেই টাকায় চলছে তাদের সংসার।

[৫] জীবন সরকার আমাদের সময়. কম কে বলেন, দীর্ঘদিন ধরে করোনায় স্কুল বন্ধ এদিকে বাবার আয় রোজগার অনেকে টাই কমে গেছে এজন্য প্রতিদিন বাজারে রাস্তার উপর একটি টেবিলে বসিয়ে মাস্ক বিক্রি করে যে টাকা আয় হয় সে টাকায় আমাদের সংসার চলছে। সরকারী ভাবে কনো সহযোগিতা পাইনি আমরা।

[৬] করোনার আগেও আমি একটি কাপড়ের দোকানে কাজ করেছি। সেই টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ চলেছে। বর্তমানে করোনায় কঠোর লকডাউন চলছে এজন্য দোকান মালিক বলেছে ভাই আমরাই চলতে পারছি না তোমাদের বেতন দিবো কোথায় থেকে।

[৭] এদিকে আমার বাবার আয় রোজগারও অনেকে টাই কমে গেছে যার জন্য বাধ্য হয়েই রাস্তার উপর টেবিল বসিয়ে মাস্ক বিক্রি করছি। এদিকে কঠোর লকডাউন থাকায় বাজারে মানুষের সংখ্যা কম এজন্য বিক্রি কমে গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়