মো.রাইসুল ইসলাম: [২] সারা দেশে করোনা সংক্রমণের জন্য কিশোরেরা এক ধরনের ঘরবন্দি অবস্থাতেই রয়েছে। তবে সেই সুযোগটা সব কিশোরের নেই। তারই প্রমাণ মিলেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের আব্দুল হাকিমের ছেলে জীবন সরকারের।
[৩] মাত্র ১৬ বছর বসয় পেটের দায়ে এই মহামারিতে মাস্ক বিক্রি করছে স্কুল পড়ুয়া জীবন সরকার।
জীবন সরকার উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
[৪] করোনার কারণে তার বাবার আয় রোজগার অনেকে টাই কমে গেছে। এজন্য তাকে এই মহামারী করোনা ভাইরাস এর মধ্যে ও রোজগারের পথ খুঁজে নিতে হয়েছে । সারাদিন মাস্ক বিক্রয় করে তার আয় হয় ১০০ থেকে ১২০টাকা। সেই টাকায় চলছে তাদের সংসার।
[৫] জীবন সরকার আমাদের সময়. কম কে বলেন, দীর্ঘদিন ধরে করোনায় স্কুল বন্ধ এদিকে বাবার আয় রোজগার অনেকে টাই কমে গেছে এজন্য প্রতিদিন বাজারে রাস্তার উপর একটি টেবিলে বসিয়ে মাস্ক বিক্রি করে যে টাকা আয় হয় সে টাকায় আমাদের সংসার চলছে। সরকারী ভাবে কনো সহযোগিতা পাইনি আমরা।
[৬] করোনার আগেও আমি একটি কাপড়ের দোকানে কাজ করেছি। সেই টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ চলেছে। বর্তমানে করোনায় কঠোর লকডাউন চলছে এজন্য দোকান মালিক বলেছে ভাই আমরাই চলতে পারছি না তোমাদের বেতন দিবো কোথায় থেকে।
[৭] এদিকে আমার বাবার আয় রোজগারও অনেকে টাই কমে গেছে যার জন্য বাধ্য হয়েই রাস্তার উপর টেবিল বসিয়ে মাস্ক বিক্রি করছি। এদিকে কঠোর লকডাউন থাকায় বাজারে মানুষের সংখ্যা কম এজন্য বিক্রি কমে গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ