শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেল ৫ টায় দিলীপ কুমারের দাফন সম্পন্ন হবে, শেষবারের মতো আনা হবে নিজ বাড়িতে

মনিরুল ইসলাম: [২] চলে গেলেন ভারতীয় ছবির কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ দিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন পিডি হিন্দুজা হাসপাতালে।

[৩] দিলীপ কুমারের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল পাঁচটায় প্রবীণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। জুহুতে সমাধিস্থ করা হবে তাঁকে। তার আগে শেষ বারের মতো তাঁর দেহ আনা হবে অভিনেতার পালি হিলের বাড়িতে।

[৪] পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, আজ বেলা ১১টা নাগাদ মরদেহ শায়িত থাকবে দিলীপ কুমারের বাড়িতে। বিকেলে মুম্বইয়ের জুহু কবরস্থানে সমাধিস্থ করা হবে অভিনেতাকে। গত মাসের গোড়াতেও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন দিলীপ কুমার। সেই সময় তাঁর শারীরিক উন্নতির খবর নিয়মিত টুইট করতেন কিংবদন্তি অভিনেতার স্ত্রী সায়রা বানু। প্রবীণ অভিনেতা চিকিৎসায় সাড়া দেওয়ায় আশার আলো দেখেছিলেন অনুরাগীরা।

[৫] বুধবার সকালে অভিনেতার প্রয়াণের খবর প্রথম জানান তাঁর দীর্ঘ দিনের বন্ধু ফয়সল ফারুকি। টুইটে তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বুধবার ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন সবার প্রিয় দিলীপ সাব’।

[৬] বলিউডের 'ট্র্যাজেডি কিং' হিসাবে খ্যাত এই প্রবীণ অভিনেতা ছয় দশকেরও বেশি সময় ধরে একছত্র আধিপত্য চালিয়েছেন অভিনয় দুনিয়ায়। তালিকায় রয়েছে 'দেবদাস' (১৯৫৫), 'নয়া দৌড়' (১৯৫৭), 'মুঘল-এ-আজম' (১৯৬০), 'গঙ্গা যমুনা' (১৯৬১), 'ক্রান্তি' (১৯৮১), এবং 'কর্মা' (1986)। তাঁর সর্ব শেষ ছবি 'কিলা' (১৯৯৮)। দিলীপ কুমার অভিনীত ‘সাগিনা মাহাতো’- যথেষ্ট জনপ্রিয় হয়। সূত্র ঃ আনন্দ বাজার পত্রিকা অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়