সালেহ্ বিপ্লব: [২] গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩] ৪ জুলাই দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের ২ হাজার ৬০০ কেজি আম।
[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে লিখা চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উপহার পেয়ে তিনি অভিভূত।