শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে অকারণে বাইরে বের হওয়ায় গ্রেপ্তার ৪৬৭ জন

মাসুদ আলম, সুজন কৈরী: [২] বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে রাজধানীর সড়কগুলোতে ব্যস্ততা বেড়েছে। গত পাঁচ দিনের তুলনায় মঙ্গলবার সড়কে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। এছাড়া রিকশা ও যানবাহনের চাপও ছিলো বেশ। ট্রাফিক সিগন্যালগুলোতে যানজটও সৃষ্টি হয়। কোথাও কোথাও চেকপোস্টে ঢিলেঢালা দেখা গেছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। আবার মাস্ক থাকলেও থুতনির নিচে। তবে পাড়া-মহল্লায় সবকিছু স্বাভাবিক।

[৩] শাহবাগ চেকপোস্টে দেখা যায়, কেউ খেলার সরঞ্জাম কিনতে, কেউ কেনাকাটা করতে আবার এক সঙ্গে তিনজন চেক ভাঙাতে ব্যাংকে গিয়েছেন। আবার কেউ টিকার খোঁজে বের হন। এসময় র‌্যাবের ভ্রাম্যমান আদালত ১৩ জনকে ৭ হাজার ১শ টাকা এবং সারাদেশে ৪১৫ জনকে ২ লাখ ৩৭ হাজার ২শ টাকা জরিমানা করেন র‌্যারেব ভ্রাম্যমান আদালত।

[৪] সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৬৭ জন গ্রেপ্তার করেন ডিএমপি । ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১ হাজার ৮৭টি গাড়ির বিরুদ্ধে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেন ট্রাফিক বিভাগ।

[৫] সোমবার সন্ধ্যায় খিলগাঁওয়ের পরিচালক নাসিরউদ্দিন মাসুদ ১২ জনের একটি ইউনিট নিয়ে নাটকের শুটিং করছিলেন। পরে পুলিশ এসে নির্মাতাসহ সবাইকে ধরে নিয়ে যায় থানায়। মুচলেকায় মুক্তি পান তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়