শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে অকারণে বাইরে বের হওয়ায় গ্রেপ্তার ৪৬৭ জন

মাসুদ আলম, সুজন কৈরী: [২] বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে রাজধানীর সড়কগুলোতে ব্যস্ততা বেড়েছে। গত পাঁচ দিনের তুলনায় মঙ্গলবার সড়কে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। এছাড়া রিকশা ও যানবাহনের চাপও ছিলো বেশ। ট্রাফিক সিগন্যালগুলোতে যানজটও সৃষ্টি হয়। কোথাও কোথাও চেকপোস্টে ঢিলেঢালা দেখা গেছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। আবার মাস্ক থাকলেও থুতনির নিচে। তবে পাড়া-মহল্লায় সবকিছু স্বাভাবিক।

[৩] শাহবাগ চেকপোস্টে দেখা যায়, কেউ খেলার সরঞ্জাম কিনতে, কেউ কেনাকাটা করতে আবার এক সঙ্গে তিনজন চেক ভাঙাতে ব্যাংকে গিয়েছেন। আবার কেউ টিকার খোঁজে বের হন। এসময় র‌্যাবের ভ্রাম্যমান আদালত ১৩ জনকে ৭ হাজার ১শ টাকা এবং সারাদেশে ৪১৫ জনকে ২ লাখ ৩৭ হাজার ২শ টাকা জরিমানা করেন র‌্যারেব ভ্রাম্যমান আদালত।

[৪] সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৬৭ জন গ্রেপ্তার করেন ডিএমপি । ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১ হাজার ৮৭টি গাড়ির বিরুদ্ধে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেন ট্রাফিক বিভাগ।

[৫] সোমবার সন্ধ্যায় খিলগাঁওয়ের পরিচালক নাসিরউদ্দিন মাসুদ ১২ জনের একটি ইউনিট নিয়ে নাটকের শুটিং করছিলেন। পরে পুলিশ এসে নির্মাতাসহ সবাইকে ধরে নিয়ে যায় থানায়। মুচলেকায় মুক্তি পান তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়