শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ৪০ বছর পর ট্রায়াল শুরু অক্সফোর্ডের আইচআইভির টিকা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এইচআইভির প্রথম ডোজ টিকা নেওয়ার অনুমোদন দিয়েছেন। প্রথমে ট্রায়াল দেওয়া হচ্ছে যাদের এইচআইভি নেগেটিভ। বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রথম ডোজ দেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আরটি

[৩] বিশ্ববিদ্যালয় জানায়, আমাদের টিকার কার্যক্রমটি চলছে ইউরোপীয় কমিশনের অর্থায়নে। এইচআইভির ট্রায়াল কোর্ড ০০৫২। এই ট্রায়ালের লক্ষ হচ্ছে টিকার মাধ্যমে ঠিক কতটা সুরক্ষা, সহনশীলতা ও শরীরের ইমিউনিটি সিস্টেম ডেভলপ করে সেটা লক্ষ করা।

[৪] অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলেছেন, এইচআইভির এই টিকা যাদের এইচআইভি নেগেটিভ ও পজিটিভ সবার জন্য। তবে প্রথমে ট্রায়াল দেওয়া হচ্ছে যাদের নেগেটিভ শুধু তাদের। এই টিকা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। জীবাণুগুলো মেরে ফেলতে সহায়তা করবে।

[৫] অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের জ্যাকার ইমিউনোলজি বিভাগের প্রধান গবেষক ও ভ্যাকসিন ইমিউনোলজির অধ্যাপক টমাস হ্যাঙ্ক বলেন, এইচআইভির এই কার্যকর টিকা গত ৪০ বছর আমাদের কাছে অধরা ছিলো। আগামী বছর আমরা ব্যাপকভাবে কার্যক্রম শুরু করতে পারবো।

[৭] আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সালে এইচআইভি রোগটি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত মারা গেছেন তিন কোটি ২০ লাখ মানুষ। প্রতি বছর মারা যায় কমপক্ষে ৬ লাখ ৯০ হাজার মানুষ। বিশ্বব্যাপী বর্তমানে এইচআইভি রোগী আছে তিন কোটি ৮০ লাখের বেশি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়