শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় ১০০ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] দিন দিন করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। এছাড়া হঠাৎ বাড়তে শুরু করেছে জ্বর, সর্দি-কাঁশির প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর চাপ, সেই সঙ্গে বাড়ছে প্রয়োজনীয় ওষুধের চাহিদাও।

[৩] এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীতে ১৯, কুষ্টিয়ায় ১২, চট্টগ্রাম ৯, খুলনা ১২, সাতক্ষীরায় ৫, বরিশালে ২, হবিগঞ্জে ১, পঞ্চগড়ে ১, নোয়াখালীতে ২, টাঙ্গাইলে ৭, ময়মনসিংহে ৭, গাজীপুরে ৪, বগুড়া ১৯ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৮ জুন এক দিনে সর্বোচ্চ ২৫ জন মারা যান। রাইজিংবিডি

মঙ্গলবার (৬ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

কুষ্টিয়া: করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার ( ৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। আর সর্বোচ্চ নমুনা পরীক্ষায় আবারও একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আরটিভি

চট্টগ্রাম: চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় আরো নয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৬৬২ জন। ১৮৯০ জনের নমুনা পরীক্ষার সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬২ জনের। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে। আক্রান্ত এবং শনাক্তের এ হার এ পর্যন্ত সর্বোচ্চ। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৫৯ আর আক্রান্তের হার ছিল ৩৪ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। ইনকিলাব

খুলনা: খুলনার তিন হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আজ কেউ মারা যায়নি।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় এই ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।  একুশে টিভি

সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৫ জন মারা গেছেন। ডিবিসি নিউজ

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় দুই জন পজিটিভ রোগীসহ নয় জন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ২৩৬ জন রোগী। আরটিপিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৭৩.৯৩ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে কেন্দ্রীয় দফতরে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাট্রিবিউন

হবিগঞ্জ: হবিগঞ্জে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়:  পঞ্চগড় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫২ জন। ১০৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৫২ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নোয়াখালী: কবিরহাট ও চাটখিল উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৭জন। গত ২৪ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৩৮টি নমুনা পরীক্ষা করে ১৩৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩০দশমিক ৫৯ভাগ।

টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ২ জন সহ মোট ৭ জনের মৃত্যু। ৭১৩টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত ৪১৩ জনের। শনাক্তের হার ৫৭.৯২ ভাগ।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৭জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সময় টিভি

গাজীপুর: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এই জেলায় মোট ২৫৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছে। এনটিভি

বগুড়া: বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান।   সকাল ৯টার দিকে আরও একজন মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্য ডেইলি স্টার

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়