শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুক্তি ভঙ্গের জন্য এক বছরের নিষেধাজ্ঞা লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসা

স্পোর্টস ডেস্ক: [২] সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসা, তবে তা দুই বছরের জন্য স্থগিত থাকবে। এছাড়া ৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে তাকে। সোশ্যাল ও অন্য মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ায় ২০১৯-২০ মৌসুমের খেলোয়াড় চুক্তি ভঙ্গ করেন তিনি, তদন্ত শেষে দোষী সাব্যস্ত হয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

[৩] এই সিদ্ধান্তের পর ভারত সিরিজের জন্য ১৩ জনের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ভানুকাকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে দলে রাখা হয়েছে। মঙ্গলবার ৬ জুলাই কলম্বোয় দলের সঙ্গে বায়ো-বাবলে যোগ দেওয়ার কথা তার।

[৪] সম্প্রতি ভানুকা একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কা ক্রিকেটের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনেন। তিনি জানান, ফিটনেস সংক্রান্ত কারণে টি-টোয়েন্টি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ফিটনেস নিয়ে কোনও ধরনের মানদণ্ড বা নীতিমালা নেই বোর্ডের।

[৫] আগামী দুই বছর ভানুকার আচরণ পর্যবেক্ষণ করা হবে। প্রটোকল মেনে চলতে ব্যর্থ হলে এক বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে। সম্প্রতি শ্রীলঙ্কা দল ইংল্যান্ড সফর করেছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সমান ওয়ানডের সিরিজে ২-০ তে হেরেছে তারা। এই সফরে ছিলেন না ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়