শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিগগিরই শুরু হচ্ছে বানরের ওপর বঙ্গভ্যাক্সের এনিম্যাল ট্রায়াল, দেশে আমরাই প্রথম: ড. মহিউদ্দিন

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি এন্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, অগাস্ট মাসের মধ্যে এ ট্রায়াল শেষ হবে আশা করছি। এ সময়ের মধ্যে বিএমআরসির সকল কোয়ারি পূরণ করে একসাথে প্রোটকল জমা দিতে পারবো। বানরের ওপর ট্রায়ালের যে উদ্যোগ আমরা নিয়েছি, ভবিষ্যতে যারা ড্রাগ ডেভলপমেন্ট করবেন তাদের জন্য কাজ অনেকটা সহজ হবে।

[৩] কাজের অগ্রগতি নিয়ে জানান, ট্রায়ালের জন্য ৫৬টি বানরের প্রয়োজন হবে, ইতোমধ্যে ৫০ শতাংশ সংগ্রহ করা হয়েছে। বিএমআরসি ৩০ তারিখের চিঠিতে ট্রায়ালের নিয়ম জানিয়েছে, সেই নির্দেশনা মেনে আন্তর্জাতিক প্রোটকল অনুযায়ী আমরা কাজ করছি। তারা বলেছে, যে কোন ইনষ্টিউশনাল রিভিউ বোর্ড থেকে বানরের ট্রায়ালের প্রোটকল অ্যপ্রুভ করে নিতে হবে। আইআরবি’তে আমরা প্রটোকল জমা দিয়েছি, তা রিভিও পর্যায়ে আছে। অ্যাপ্রুভ হলেই তা এক্সিবিষনে চলে যাবে।

[৪] সোমবার মহিউদ্দিন বলেন, এর আগে বানরের ওপর ট্রায়ালের জন্য বিদেশে চেষ্টা করেছি। ভারত জানিয়েছে, জিটুজি পদ্ধতিতে আবেদন করা জন্য। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগে চিঠি দিলে ব্যবস্থা গ্রহণে তারা স্বাস্থ্য বিভাগে চিঠি পাঠায়। তবে চিঠি আদানপ্রদানে কোন অগ্রগতি হচ্ছে না। অন্যদিকে আমরা ইউরোপ ও আমেরিকাতে চেষ্টা করেছি। সেখানে যাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছেন ভ্যাকসিনের জার্নালে যে পাবলিকেশন রয়েছে তাতে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যথেষ্ট ডাটা আছে, ফলে বানরের ওপর ট্রায়ালের প্রয়োজন নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়