আসিফুজ্জামান পৃথিল: [২] ২৩ জুন লাহোর শহরে হওয়া এই বিস্ফোরণে ৩ জন মারা যান, আহত হন ২৪ জন। এই বিস্ফোরণ ঘটে ভারতবিরোধী সন্ত্রাসী হাফিজ সাঈদের বাসার ঠিক পাশে। তাকে ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য দায়ী করে আসছে নয়াদিল্লি। আরব নিউজ
[৩] পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মঈদ ইউসুফ বলেছেন, এই হামলার মাস্টারমাইন্ড অবশ্যই ভারতের অপারেটিভ। তিনি বলেন, এই ব্যাপারে র জড়িত, সে ব্যাপারে কোনও সন্দেহের অবকাশ নেই। ডন
[৪] ইউসুফ বলেন, ‘আমরা প্রধান মাস্টারমাইন্ডকে শনাক্ত করেছি। এছাড়াও এই সন্ত্রাসী হামলার হ্যান্ডলারদেরকেও শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই, এই হামলার মাস্টারমাইন্ডরা র এর হয়ে কাজ করে।’
[৫] অবশ্য তিনি সন্দেহভাজন মাস্টারমাইন্ডের নাম নেননি। আর মূল হামলাকারীর নাম বলা হচ্ছে ঈদ গুল। তিনি জানান, সরকারের কাছে সন্দেহভাজনদের পরিচয়, ঠিকানা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আছে।