শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানও শ্রীলঙ্কা থেকে এগিয়ে, অর্জুনা রানাতুঙ্গাকে আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক : [২] করোনা মহামারীর মাঝেই ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলিরা টেস্ট সিরিজ খেলবে। সেই কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে ইংল্যান্ডেই রয়েগেছেন রবি শাস্ত্রীর ছেলেরা। সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে শিখর ধাওয়ানদের ভারত লঙ্কায় উড়ে গেছে। এমন অবস্থায় ক্ষুব্ধ রানাতুঙ্গা বলেছেন, এটি ভারতের দ্বিতীয় সারির দল। আর এই দলের সঙ্গে খেলে আমরা আমাদের নিজেদের দেশের ক্রিকেটকে লজ্জিত করছি। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়কের মুখ থেকে এই রকম বক্তব্য শোনার পর থেকেই সমালোচনা চলছিল।

[৩] এমন অবস্থায় অর্জুনা রানাতুঙ্গাকে জবাব দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এসএলসি জানিয়েছিল, সদস্য দেশগুলো এখন এভাবেই ফর্ম্যাট অনুযায়ী পৃথক দল খেলায় এবং আন্তর্জাতিক সূচিগুলো অটুট রাখে। তবে রানাতুঙ্গার এই বক্তব্য কিছুতেই হজম করতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। তিনি কড়া ভাষায় জবাব দিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে।

[৪] আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, এটা কখনই সম্ভব নয়। করোনার সময়কালকে ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন প্রায় একই সময়ে একটাই দল দুই দেশে নিভৃতবাস কাটিয়ে খেলতে পারবে না। সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সেরা একাদশকেও ব্যাখ্যা করেন তিনি। শ্রীলঙ্কা নিজেদের দিকে একটু দেখুক।

[৫] আপনার দল যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আপনি বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য লড়াই করবেন, যেখানে আফগানিস্তানও নেই। মানে আফগানিস্তানও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আমি কাউকে ছোট বা বড় করে দেখাতে চাই না, তবে সত্যিটা মানতে হবে। দর্পণ নিজেদের প্রতিচ্ছবি তুলে ধরে, সেটা দেখলেই বোঝা যাবে শ্রীলঙ্কা বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

[৬] আকাশ চোপড়া আরও একটু এগিয়ে গিয়ে বলেছেন হতেই পারে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন নাও করতে পারে। তিনি বলেন,হতেই পারে ওরা টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারলনা। হতেই পারে আপনারা সুপার ১২-র মধ্যে নাও আসতে পারেন। এটা বাস্তব, আর হ্যা আফগানিস্তান ইতিমধ্যেই সেই জায়গায় রয়েছে। - - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়