শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর: লকডাউনে সিনেমা বা সিরিজ

আনিস আলমগীর: অতি সম্প্রতি আমি নতুন যা কিছু দেখতে যাচ্ছি সব সিরিজ মুভি বা নাটক। সিরিজ ছাড়া ইন্টারনেটে আইটেম পাচ্ছি কম। [১] দাউদ ইব্রাহিমের জীবনী নিয়ে তৈরি ডি-কোম্পানি [D COMPANY] মুভি দেখেছিলাম। কাহিনী আর ১০টা হিন্দি মুভির গ্যাংস্টারদের উত্থান পতনের মতোই। তারপরও রাম গোপাল ভার্মার নির্মাণ আমার ভালো লেগেছে। অপেক্ষা করছি দ্বিতীয় পর্ব দেখার, যেখানে থাকবে দাউদের উত্থান। কাহিনীটা ঠিক সে ইঙ্গিত দিয়ে শেষ হয়েছে। [২] বোম্বে বেগমস [BOMBAY BEGUMS]- এর কাহিনীও নতুন কিছু না। উচ্চবিলাসী নারীদের ক্ষমতার সিঁড়ি ভাঙার কাহিনী। এই সিরিজে শিশু-কিশোরদের ব্যবহার নিয়ে অনেক অভিযোগ আছে। আমারও আপত্তিজনক মনে হয়েছে। SEASON-2 আসছে কিনা আমি জানি না। দেখার আগ্রহ রইলো। [৩] শার্লক হোমস নিয়ে বেশ কয়েকটি সিনেমা দেখলাম। সব ক’টি উন্নত মানের প্রোডাকশন। কিন্তু শার্লক [SHERLOCK] সিরিজ দেখতে গিয়ে আগের মত মজা পাচ্ছি না। নায়কের চেহারাও পছন্দ না। আমার কাছে SEASON- 4 পর্যন্ত আছে। দেখি কদ্দুর দেখা যায়।

[৪] সত্যজিত রায়ের গল্পের ইম্প্রোভাইজেশন নামে RAY (X RAY SELECTED SATYAJIT SHORTS) SEASON- ওয়ান পুরোটাই দেখলাম। চরম হতাশ আমি। মনোজ বাজপেয়ী অভিনিত একটি পর্ব খানিকটা ভালো লেগেছে। এগুলা সত্যজিতের গল্প আমি ভাবতেই পারছি না। সত্যজিতের গল্প পঁচা নাকি নতুন নিমার্তারা তাকে পঁচিয়ে ছেড়েছেন! [৫] নেটে বাংলাদেশি কনটেন্ট পাইনা বললেই হয়। ব্যাচেলর নামের অশ্লিল-ফালতু টিভি নাটকের নির্মাতা তার ফালতু কাস্টদের নিয়ে ‘ঠাণ্ডা’ নামে সিনেমার নামে বড় নাটক ছেড়েছে। ফালতুল ফালতু। এর আগে Contract নামের একটা সিরিজ দেখেছিলাম। ভালো কিছু করার চেষ্টা ছিলো কিন্তু আতলামি করতে গিয়ে কিচু হয়নি শেষ পর্যন্ত। কাহিনীর আগা-মাথা বুঝাই কঠিন ছিলো দর্শকদের জন্য।

[৬] এর মধ্যে মহানগর [MOHANAGAR] সিজন- এক দেখলাম। আট পর্ব ছিলো। আমার ভালোই লেগেছে পুরোটা। শুধু একটি বিষয় ছাড়া। বড় লোকের পোলা এক আসামীর মুখে সার্বক্ষণিক সিগারেট আছে। সঙ্গে থানার পুলিশের কনস্টবল, ওসি, এসি সবাই পোৎ পোৎ সিগারেট টানছে। সিগারেট ছাড়া ওরা কেউ কোনও চিন্তাই করতে পারছে না। ভাবছিলাম এসিকে রেহাই দেবে, তিনি মহিলা। না তার মুখেও সিগারেট। তারপরও মহানগর টিমকে ধন্যবাদ। SEASON- টু দেখার ইচ্ছে আছে। লেখক: সিনিয়ার সাংবাদিক, ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়