নুরে আলম: [২] ইটালির রোমের একটি হাসপাতালে (৪ জুলাই) শারিরীক নানা জটিলতা নিয়ে অপারেশনের জন্য ভর্তি হন পোপ ফ্রান্সিস। দি গার্ডিয়ান
[৩] মুখপাত্র জানিয়েছেন ডাইভারটিকুলার স্টেনোসিস নামে এক ধরনের রোগে ভুগছেন পোপ। যার ফলে পেটে ব্যথা, পেট ফাঁপাসহ অনেক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো হলো তাকে। রোমের জেমিলি হাসপাতালে তার অপারেশন হওয়ার কথা রয়েছে।
[৪] যদিও হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি সাপ্তাহিক প্রার্থনা সমাবেশে সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার লোকের সমাবেশে বক্তব্য দেন। তখন বেশ সুস্থ দেখাচ্ছিল তাকে।
[৫] ২০১৩ সালে পোপ ফ্রান্সিস নির্বাচিত হবার পর এই প্রথম তিনি হাসপাতালে ভর্তি হলেন। মেরুদণ্ডের সায়াটিকার কারণে হাঁটলে পায়ে ব্যথা ছাড়া পোপের স্বাস্থ্য ভালোই ছিল তখন থেকে।