হামিদুল ইসলাম : [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই দিনে দুই পরিবারের মোট ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
[৩] রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে দশ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
[৪] উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই মেয়ে করোনা পজিটিভ শনাক্ত হয়। অপর দিকে আন্ধারীঝাড় ইউনিয়নের বীরবাড়ুইটারী গ্রামের একটি পরিবারের পিতা-পুত্র সহ পরিবারের আরেক সদস্য করোনা পজিটিভ শনাক্ত হয়। সম্পাদনা : সাদেক আলী