নুরে আলম: [২] আজ তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে তার সুস্থ হয়ে ওঠার কথা জানান।
[৩] তিনি লেখেন, ক্রমশ সেরে উঠছি। অক্সিজেনের সাহায্য ছাড়াই সারাদিন কাটিয়ে দিলাম। এই সরকারি হাসপাতাল, চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও কর্মীদের সাহায্য ও সহৃদয়তা কোনওদিন ভুলব না।
[৪] হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেই বাড়ি চলে যাবো। ফিরে যাবো বাংলা খেয়াল অনুশীলন রচনা ও শেখানোয়। সেটাই আমার বাকি জীবনের কাজ, ব্রত। জয় বাংলা, জয় বাংলা ভাষা, জয় বাংলা খেয়াল।
[৫] উল্লেখ্য, ২৮ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। প্রাথমিকভাবে চিকিৎসকেরা তার কোভিড টেস্ট করান।রিপোর্টে কোভিড নেগেটিভ আসে।