হারুন-অর-রশীদ : [২] জেলার থানায় একটি অপমৃত্যু মামলার অভিযোগপত্র (চার্জশীট) সাত ঘণ্টায় দাখিল করেছে পুলিশ।
[৩] জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, ফরিদপুরের সদরপুরে রুবিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়। এঘটনায় সদরপুর থানায় গতকাল বৃহস্পতিবার (১লা জুলাই) একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৭। পুলিশ মামলাটি তদন্ত পূর্বক মাত্র সাত ঘণ্টায় অভিযোগপত্র (চার্জশীট) কোর্টে প্রেরণ করে।
[৪] শুক্রবার (২ জুলাই) বিকালে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হয়।
[৫] পুলিশ জানায়, ফরিদপুরের সদরপুরের চরচাঁদপুর গ্রামের রুবিয়া বেগম নামের এক গৃহবধূ বৃহস্পতিবার (১ লা জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ির পানির পাম্পে পানি তোলার জন্য যায়। সেখানে বিদ্যুতের সুইচ অন করলে পানি না ওঠায় পানির পাম্পের লাইনের সাথে সংযুক্ত থাকা টিউবয়েল পাম্পে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পানির পাম্পের কাছে গিয়ে দেখে সে মাটিতে পড়ে আছে। পরিবারের পক্ষ থেকে ওই গৃহবধূকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
[৬] এঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারের নেতৃত্বে পুলিশ তদন্তপূর্বক মাত্র ৭ ঘণ্টায় চার্জশীট কোর্টে প্রেরণ করে।
[৭] সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মামলা জট কমাতে ও তদন্ত কাজকে গতিশীলতা করার লক্ষ্যে পুলিশের এ উদ্যোগ।
[৮] তিনি অারও বলেন, জনগণকে তাৎক্ষণিক ও উত্তম সেবা দেওয়ার লক্ষ্যে আমাদের এ প্রয়াস অব্যাহত রয়েছে।