শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিক-কর্মচারীদের জীবিকা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ

সমীরণ রায়: [২] শুক্রবার গণমাধ্যমে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুল্লাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমের পাঠানো বিবৃতিতে বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন দেশের কয়েক কোটি শ্রমিক-কর্মচারী।

[৩] তারা বলেন, লকডাউনের কারণে নৌযানসহ সব ধরনের পরিবহন শ্রমিক, হোটেল-রেস্টুরেন্ট, বেকারি, পর্যটন সংশ্লিষ্ট শ্রমিক, লোকাল গার্মেন্টস শ্রমিক, ঠেলা-দিনমজুর, স’মিল, চাতাল, মুদ্রণ, পাদুকা, ক্ষৌরকার, হকার, গৃহকর্মী, দোকান কর্মচারী, নির্মাণ, বারকি, দর্জি শ্রমিকসহ বিভিন্ন খাতের অধিকাংশ শ্রমিক কর্মহীন হয়ে অনাহার-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

[৪] তারা আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ সময়ে শ্রমজীবী জনগণ দুবেলা দুমুঠো ডাল ভাত জুটাতে পারছে না। গত এক বছরে প্রায় আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন, ৬২ শতাংশ শ্রমিক কাজ হারিয়েছেন। সরকারের সদ্য পাসকৃত বাজেটে নতুন দরিদ্রদের জন্য কিছুই রাখা হয়নি। এমনকি জনগণের সামাজিক নিরাপত্তায় রেশনিং চালুর জন্যও কোনো বরাদ্দ হয়নি।

[৫] তারা বলেন, কোনো বিকল্প ব্যবস্থা না নিয়েই সরকার লাখ লাখ ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি উচ্ছেদের তৎপরতা চালাচ্ছে। করোনাকালে সরকার রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনিকলসমূহ বন্ধ করে দেওয়ার এক বছরেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। এ অবস্থায় সরকার জনগণের কোনো দায়দায়িত্ব না নিয়ে ‘কঠোর লকডাউন’ চাপিয়ে দিয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের ভয় দেখিয়ে জনগণকে গৃহবন্দি করে রাখতে চাইছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়