শিরোনাম
◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন 

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলজিয়ামের সামনে কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত ইতালি

স্পোর্টস ডেস্ক : [২] চলতি ইউরোতে গ্রুপ লিগ ও প্রি-কোয়ার্টার ফাইনাল মিলিয়ে এখনও পর্যন্ত চারটি ম্যাচে মাঠে নেমেছে ইতালি। চারে চার করে এখনও পর্যন্ত এবারের ইউরোর অন্যতম সেরা দল হিসাবে নিজেদের তুলে ধরেছে আজ্জুরিরা। তবে অনেকেই বলছেন, এখন পর্যন্ত নাকি ইতালি কঠিন দলের মুখে পড়েনি। অর্থাৎ চলতি ইউরোতে এখনও পর্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়নি ইতালি। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। তারা কিছুটা পরীক্ষা নিলেও প্রাপ্য জয়টাই পেয়েছে রবার্তো মানচিনির দল। শেষ আটে এসে ‘কঠিন’ পরীক্ষাই দিতে হবে আজ্জুরিদের। তাঁদের সামনে লুকাকুদের বেলজিয়াম।

[৩] এ মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে ইতালি উড়ছে। টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে তারা পিছনে ফেলেছে নিজেদের ৮২ বছর আগেকার রেকর্ড। ২০১৮ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কাছে হারের পর ‘পরাজয়’ যেন ভুলেই গেছে তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন এবার হবে ইতালির আসল পরীক্ষা। কারণ তুরস্ক, সুইজারল্যান্ড, ওয়েলস আর অস্ট্রিয়ার বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইতালির যে এবার খেলবে বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে।

[৪] যে দলে লুকাকু, কেভিন ডি ব্রুইনা, ইডেন হ্যাজার্ড মতো ফুটবলার রয়ছেন, তারা ইতালির কঠিন পরীক্ষা তো নেবেনই। ফিফা তালিকায় বর্তমানে বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম। শুক্রবার (২ জুলাই) সে কারণে ফুটবল প্রেমীদের জন্য দারুণ একটা খেলা অপেক্ষা করে রয়েছে। - হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়