শরীফ শাওন: [২] পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদানে নিবন্ধন শুরু হয়েছে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
[৩] বৃহস্পতিবার ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার টিকা নিতে যেসকল আবাসিক শিক্ষার্থীর তালিকা (সঠিক এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছিলো, সেসকল শিক্ষাথৃীরা সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।
[৪] দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। তবে অনেক শিক্ষার্থীর বয়স ১৮ এর কম হওয়ায় বা নানাবিধ জটিলতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। ফলে তারা নিবন্ধন জটিলতায় রয়েছেন।
[৫] ইউজিসি সদস্য ড. দিল আফরোজা বেগম বলেন, এনআইডি জটিলতা সমাধানে মন্ত্রণালয়কে আমরা অপর একটি অ্যাপস তৈরির আবেদন জানিয়েছি। যেখানে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দিয়ে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারেন। তবে এ বিষয়ের অগ্রগতি এখনও জানা নেই।
[৬] দিল আফরোজ জানান, বর্তমানে টিকা সংকট রয়েছে, টিকাপ্রাপ্তি সাপেক্ষেপ সকল শিক্ষার্থীকে টিকাদান নিশ্চিত করা হবে। কয়েকটি ধাপে আমরা শিক্ষার্থীদের তালিকা দিয়েছি। অগ্রাধীকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের টিকাদান চলছে। এখন হলে থাকা শিক্ষার্থীদের আগে টিকা দেওয়া হবে, পরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও টিকা পাবেন।