শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়েই স্কটল্যান্ড সমর্থকরা মাঠে আসেন খেলা দেখতে!

স্পোর্টস ডেস্ক : [২] করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ইউরো কাপ। কোভিডের ভয়ভীতি মাথায় নিয়েই শুরু হয়ে এবারের আসর। অনেক সমর্থক, খেলোয়াড় আক্রান্ত হয়েছে কোভিডে।

[৩] এর মাঝে ভয়ানক এক খবর প্রকাশ করলো স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা। তারা দাবি করেছে, ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে করোনা আক্রান্ত অন্তত ২ হাজার স্কটিশ সমর্থক গ্লাসগোর হ্যাম্পডন মাঠের গ্যালারী ও সিটি সেন্টারে উপস্থিত ছিলেন।

[৪] দেশটির স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১ হাজার ৯৯১ জন কোভিড পজিটিভ সমর্থক চিহ্নিত করা করা গেছে। যাদের মধ্যে ১ হাজার ২৯৪ জন খেলা দেখতে এসেছিলেন ইংল্যান্ডে। আর ওয়েম্বলিতে খেলা দেখেছে ৩৯৭ জন কোভিড পজিটিভ সমর্থক। এছাড়া গ্লাসগোতে ক্রোয়েশিয়া ম্যাচে ছিল ৩৭ আর চেক প্রজাতন্ত্র ম্যাচে ছিল ৩৬ জন কোভিড পজিটিভ সমর্থক।

[৫] এরই মধ্যে এসব সমর্থকদের চিহ্নিত করার কাজ শুরু করেছে দেশটির প্রশাসন। যারা ওয়েম্বলি, সিটি সেন্টার বা জড়ো হয়ে খেলা দেখেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। - ডেইলি মেইল/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়