রিংকু কুমার : [২] নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে রিফাদ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় শুভ নামে একজন আহত হয়।
[৩] বুধবার দুপুরে উপজেলার বানিহারি গ্রামের একটি হাওরে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রিফাদ উপজেলার জৈনপুর গ্রামের সুমন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত শুভ একই উপজেলার বানিহারি গ্রামের রতন মিয়ার ছেলে।
[৪] জেলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রিফাদ ও শুভ উপজেলার বানিহারি এলাকার একটি হাওরে হাঁস নিয়ে যায়। হঠাৎ বজ্রাপাত হলে তারা গুরুত্বর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিফাদকে মৃত ঘোষণা করে এবং আহত শুভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ