শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আকরাম ভাইয়ের সঙ্গে ক্রিকেটারদের দেখাই হয়না, তিনি তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন: সুজন

নিজস্ব প্রতিবেদক: [২] জাতীয় দলের ক্রিকেটারদের মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবচেয় পরিশ্রমী মানুষটির নাম খালেদ মাহমুদ সুজন। তিনি ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি ভাবেন। একই সঙ্গে তিনি নাকি ক্রিকেটারদের খুবই ঘনিষ্টজন। জাতীয় দল কিংবা বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে নাকি ক্রিকেটাররা খোলামেলা আলোচনা করতে পারেন।

[৩] সুজন বর্তমানে দায়িত্ব পালন করছেন গেভ ডেভোলপমেন্ট প্রধান হিসেবে। এই কমিটিরই ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন আকরাম খান। একইভাবে ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আবার এই আকরামই। আর সেই কমিটির ভাইস চেয়ারম্যান সুজন।

[৪] দুজনই গুরুত্বপূর্ণ পদে থাকলেও ক্রিকেটারদের সঙ্গে সুজনের এত ভালো সম্পর্ক হবার কারণ কি? এমন প্রশ্নের জবাবে সুজন ধারণা করছেন তিনি মাঠের লোক, আর আকরাম বিসিবির দায়িত্বে থাকলেও বিভিন্ন ব্যস্ততায় তার খেলোয়াড়দের সঙ্গে দেখাই হয় না। তাই সুজনের সঙ্গে ক্রিকেটারদের যে সম্পর্ক তা আকরামের সঙ্গে গড়ে ওঠেনি।

[৫] সম্প্রতি গণমাধ্যমে আলাপকালে সুজন বলেন, আমার মনে হয় খেলোয়াড়দের আকরাম ভাইয়ের সাথে সেভাবে দেখাও হয়না কারণ আকরাম ভাই যে বোর্ডে আসা বা যাবার কোন ঠিক নেই। আমিতো মাঠের লোক মাঠে থাকি, বোর্ডে যাই, সবার সাথে দেখা হয় কথা হয়। আকরাম ভাই হয়তো ব্যস্ত থাকে, ওনার ব্যবসা আছে, অনেক চেষ্টা করেন বিসিবিতে সময় দেয়ার।

[৬] তিনি আরো বলেন, হয়তো খেলোয়াড়দের সাথে ওই সময় উনার দেখা হয়না। আমার সাথে যেভাবে খোলাখুলি কথা বলতে পারে সেটা হয়তো আকরাম ভাইয়ের সাথে পারেনা, ঐ সম্পর্কটা গড়ে ওঠেনি ক্রিকেটারদের ওনার সাথে। যেকোনো টপিক নিয়ে আমাকে বলতে পারে, ঐ সময় আকরাম ভাইকে তো তারা পায়না। তো এটাই হয়তো কারণ হতে পারে।

[৭] ক্রিকেটারদের সঙ্গে তো আকরামের দেখা হয় না। একই সঙ্গে একই কমিটির অধীনে থাকলেও সুজনের সঙ্গেও নাকি তার দেখা হয়না। সর্বশেষ দুজনে দেখা করেছিলেন শ্রীলঙ্কা সিরিজের সময়। তবে আকরাম ক্রিকেটার পরিচালনা বিভাগের উন্নতি কিভাবে করা যায় তা নিয়ে যথেষ্ট চেষ্টা করেন বলেও জানিয়েছেন সুজন।

[৮] এ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেট পরিচালনা বিভাগকে কিভাবে উন্নতি করবেন চেষ্টা করেন আকরাম ভাই। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার শ্রীলঙ্কা সিরিজের পর এখনো দেখাই হয়নি। আমিও বোর্ডে যাইনি, আবাহনীর সাথে ছিলাম খেলা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়