মিনহাজুল আবেদীন: [২] সোমবার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান আরও বলেন, কোভিড মহামারির কারণে জনশক্তি প্রেরণখাত শত শত কোটি টাকা আর্থিক ক্ষতিতে পতিত হয়েছে। এই বিভাগ থেকে ২২ বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সুতরাং এই খাতকে জরুরি সেবা খাত ঘোষণা করা উচিত।
[৩] তিনি বলেন, লকডাউনে জনশক্তি প্রেরণ খাত বন্ধ থাকলে লক্ষাধিক ভিসা প্রাপ্ত কর্মীর গমন অনিশ্চিত হয়ে পড়বে। ছুটিতে আসা হাজার হাজার ভিসা, ইকামা, ছুটির মেয়াদ শেষ হয়ে কর্মীদের সংশ্লিষ্ট দেশে গমন অনিশ্চিত হয়ে পড়বে। ফলে কর্মী গ্রহণকারী দেশ নতুন চাহিদা দেখাবে। যা ভবিষ্যতে এই খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।
[৪] তিনি আরও বলেন, জনশক্তি প্রেরণখাতকে বাঁচাতে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়কে একটু বিকল্প চিন্তা করতে হবে। সম্পাদনা: মেহেদী হাসান