রাশিদ রিয়াজ : জাতিসংঘের শিশু দিক নির্দেশনার উপর ভিত্তি করে ইরানি শিশুদের ব্যক্তিগত, সামাজিক অধিকারের পাঠদানের দুুটি গল্প প্রকাশিত হয়েছে। তাহেরেহ শাহমোহাম্মদি ‘মাই পারসোনাল রাইটস’ এবং ‘মাই সোশ্যাল রাইটস’ নামে দুটি গল্প লেখেন। এ দুটি গল্পের ধারণা দেন মোহাম্মদ-মেহদি সেইয়েদনাসেরি। বইটি প্রকাশ করেছেন জেকর। গল্পে আমিন নামে এক বালক ও তার বোন সামিন তাদের অভিভাবকদের কাছে কিছু প্রশ্ন করেন যা উত্তরে সহায়ক তথ্য পাওয়া যায় এবং এসব তথ্য ৫ থেকে ৮ বছরের বয়সী শিশুদের বেশ সাহায্য করবে। প্রকাশক জেকর বলেন, শিশু ও অন্যান্যরা এধরনের গল্প থেকে বিশেষ উপকৃত হবেন। তারা জানতে পারবেন শিশুদের সামাজিক ও ব্যক্তিগত অধিকার সম্পর্কে। এতে তারা মানবাধিকার সম্পর্কেও অবগত হতে পারবেন। বইতে ‘চিলড্রেন এন্ড হিউম্যান রাইটস’ যা সামিন ও আমিনের মধ্যে কথপোকথনকে ঘিরে বর্ণনা করা হয়েছে। তেহরান টাইমস