রায়হান আলী: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করে গত ৫ বছরে এলাকার উন্নয়ন ও সমাজসেবায় ২৬টি সম্মাননা স্মারক পদক পেয়েছেন। সরকারি প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তাকে এ পদক দেয়া হয়েছে।
[৩] ভারতের একটি সংগঠন থেকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘মহাত্মা গান্ধী স্বর্ণপদক পেয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন সময়ে মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, জাতীয় সমবায় দিবস স্মারক পদক পেয়েছেন।দেশ গণস্বাস্থ্য সেবা সুরক্ষা অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় একাধিক পদক তাকে দেয়া হয়েছে।
[৪] শুধু পদ নয়, তার নির্ভরযোগ্য পদক্ষেপ সলপ ইউনিয়নকে উন্নয়নমুখী করে তুলেছে। গত ৫ বছরে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট,ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সলপ ইউনিয়ন কে মডেল টাউন হিসেবে গড়ে তুলেছেন। এই উন্নয়ন গুলো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে।
[৫] সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান বলেন, তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত ও দায়িত্ব নেয়ার পর থেকে এলাকার উন্নয়ন এবং ক্রীড়া, শিক্ষা সহ নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছেন। এসব পদক পাওয়ায় তার কাজের উৎসাহ আরো বেড়ে গেছে। সম্পাদনা: হ্যাপি