রুবেল মজুমদার : [২] বুড়িচং উপজেলার শরীফপুর গ্রামে মাদকসেবী ফারুক বসতবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে একটি পরিপক্ক গাঁজা গাছ উদ্ধার করেন পুলিশ । এসময় পুলিশের উপস্থিতি জানতে পেরে ফারুক ও তার স্ত্রী পালিয়ে যায় ।
[৩] পুলিশ জানান, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর গ্রামের সামায়ুন ওরফে সাবান কবিরাজের ছেলে মাদকসেবী ফারুক তার বাড়ির আঙ্গীনায় একটি গঁাজা গাছ রোপন করে। নিবিড় পরিচর্যায় দিন দিন গঁাজা গাছটি বড় হয়ে করেন তিনি ।
[৪] বৃহস্পতিবার দুপুরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুল্লাহ আলমামুনের নেতৃত্বে এসআই কামাল হোসেন,এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া খবরে শরীফপুর গ্রামের ফারুকের বাড়িতে অভিযান চালায়।
[৫] পুলিশের উপস্থিতি টেরপেয়ে ফারুকসহ পরিবারের লোকজন এসময় পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ ফারুকের বসতভিটি’র দক্ষিণ পাশে থাকা গঁাজা গাছটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাছটি উচ্চতায় প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি ।
[৬] তিনি আরো জানান,এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ