শিরোনাম
◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে তৈরি করোনা টিকা নেবেন খামেনেয়ী

রাশিদুল ইসলাম : [২] ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশে উৎপাদিত করোনাভাইরাসের প্রতিষেধক টিকা ‘কোভ-ইরান বারেকাত’ নিবেন। ইরানের ‘একাডেমি অব মেডিক্যাল সায়েন্স’র প্রেসিডেন্ট ডা. আলীরেজা মারান্দির বরাত দিয়ে সর্বোচ্চ নেতার ব্যক্তিগত ওয়েবসাইট খামেনেয়ীডটআইআর এ তথ্য জানিয়েছে।

[৩] ডা. মারান্দি জানান, ইরানের সর্বোচ্চ নেতা দেশটিতে তৈরি টিকা গ্রহণে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এই টিকা ইরানি তরুণ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল যা মানবদেহে উচ্চমাত্রার প্রতিষেধক ক্ষমতা তৈরি করে।

[৪] করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর থেকেই আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর টিকা গ্রহণে কোনো আপত্তি ছিল না। তবে তার দু’টি শর্ত ছিল। এক, দেশের সাধারণ নাগরিকরা যে শিডিউল অনুযায়ী টিকা পাচ্ছেন তিনিও সেই শিডিউল অনুযায়ী টিকা নেবেন। আগেভাগে কোনো ডোজ গ্রহণ করবেন না। দ্বিতীয় শর্ত ছিল, তিনি বিদেশি টিকা গ্রহণ না করে বরং দেশে তৈরি টিকা গ্রহণ করবেন। এবার কোভ-ইরান বারেকাত টিকার গণ উৎপাদন শুরু হওয়ার পর সেই দুই শর্ত মেনে তিনি টিকা গ্রহণ করতে যাচ্ছেন।

[৫] ইরানের ‘একাডেমি অব মেডিক্যাল সায়েন্স’র প্রেসিডেন্ট বলেন, এর আগে ইরানের ৮০ বছর বয়সি নাগরিকদের জন্য বিদেশ থেকে আমদানি করা টিকার প্রথম ডোজ দেয়া হলেও সর্বোচ্চ নেতা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং দেশে উৎপাদিত টিকার জন্য অপেক্ষা করেন। এ কারণে ৮০ বছর বা তার কাছাকাছি বয়সি বহু ইরানি এরইমধ্যে করোনার টিকা গ্রহণ করলেও আয়াতুল্লাহ খামেনেয়ী এখনও প্রথম ডোজ গ্রহণ করেননি।

[৬] গত ১৪ জুন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য দেশটিতে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করে ইরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়