শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে তৈরি করোনা টিকা নেবেন খামেনেয়ী

রাশিদুল ইসলাম : [২] ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশে উৎপাদিত করোনাভাইরাসের প্রতিষেধক টিকা ‘কোভ-ইরান বারেকাত’ নিবেন। ইরানের ‘একাডেমি অব মেডিক্যাল সায়েন্স’র প্রেসিডেন্ট ডা. আলীরেজা মারান্দির বরাত দিয়ে সর্বোচ্চ নেতার ব্যক্তিগত ওয়েবসাইট খামেনেয়ীডটআইআর এ তথ্য জানিয়েছে।

[৩] ডা. মারান্দি জানান, ইরানের সর্বোচ্চ নেতা দেশটিতে তৈরি টিকা গ্রহণে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এই টিকা ইরানি তরুণ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল যা মানবদেহে উচ্চমাত্রার প্রতিষেধক ক্ষমতা তৈরি করে।

[৪] করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর থেকেই আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর টিকা গ্রহণে কোনো আপত্তি ছিল না। তবে তার দু’টি শর্ত ছিল। এক, দেশের সাধারণ নাগরিকরা যে শিডিউল অনুযায়ী টিকা পাচ্ছেন তিনিও সেই শিডিউল অনুযায়ী টিকা নেবেন। আগেভাগে কোনো ডোজ গ্রহণ করবেন না। দ্বিতীয় শর্ত ছিল, তিনি বিদেশি টিকা গ্রহণ না করে বরং দেশে তৈরি টিকা গ্রহণ করবেন। এবার কোভ-ইরান বারেকাত টিকার গণ উৎপাদন শুরু হওয়ার পর সেই দুই শর্ত মেনে তিনি টিকা গ্রহণ করতে যাচ্ছেন।

[৫] ইরানের ‘একাডেমি অব মেডিক্যাল সায়েন্স’র প্রেসিডেন্ট বলেন, এর আগে ইরানের ৮০ বছর বয়সি নাগরিকদের জন্য বিদেশ থেকে আমদানি করা টিকার প্রথম ডোজ দেয়া হলেও সর্বোচ্চ নেতা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং দেশে উৎপাদিত টিকার জন্য অপেক্ষা করেন। এ কারণে ৮০ বছর বা তার কাছাকাছি বয়সি বহু ইরানি এরইমধ্যে করোনার টিকা গ্রহণ করলেও আয়াতুল্লাহ খামেনেয়ী এখনও প্রথম ডোজ গ্রহণ করেননি।

[৬] গত ১৪ জুন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য দেশটিতে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করে ইরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়