শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে পদ্মার ভাঙ্গনরোধে কার্যকরী পদক্ষেপ না নিলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ঘোষণা

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদী ভাঙন রোধে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

[৩] বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় তিনি এ ঘোষণা প্রদান করেন।

[৪] তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙন অব্যহত রয়েছে। ভাঙনে প্রতি বছর হাজার হাজার মানুষের ঘরবাড়ী বিলীন হচ্ছে। কিন্তু ভাঙন রোধে কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। ভাঙনে দেবগ্রাম ইউনিয়ন প্রায় বিলীন হতে যাচ্ছে। প্রতিদিন শত শত মানুষ নদী ভাঙনের অভিযোগ নিয়ে আমার বাড়ীতে এবং অফিসে আসেন। আমি তাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। ভাঙন রোধে আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। গত কয়েক মাস ধরে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি কিন্তু তারা কোন কিছুই বলতে পারছে না। সাংবাদিকদের মাধ্যমে সাত দিন সময় বেঁধে দিলাম। এই সাত দিনে পানি সম্পদমন্ত্রী এবং উপমন্ত্রীসহ এই মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে আগামী ২ জুলাই (শুক্রবার) নদীভাঙন কবলিত হাজার হাজার মানুষ নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান করে সড়ক অবরোধ করবো। তিনি আরও মাননীয় প্রধানমন্ত্রী দেশে এত উন্নয়ন করেছেন। আমার বিশ্বাস তার কাছে নদীভাঙন কবলিত মানুষের অর্তনাদ পৌছালে তিনি অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

[৫] উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলে ভাঙন পারের শত শত মানুষ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা বলেন, প্রতি বছর হাজার হাজার পরিবার নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। অথচ পানি উন্নয়ন বোর্ড শুধু আশার কথা শুনিয়ে যাচ্ছে। বর্তমানে শোনা যাচ্ছে নদী ভাঙন এলাকা বাদ দিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৬ কিলোমিটার এলাকা ভাঙন রোধে কাজ করবে।

[৬] রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবদুল আহাদ বলেন, দৌলতদিয়া ফেরিঘাটকে কেন্দ্র করে ৬কিলোমিটার এলাকায় নদী ভাঙন রক্ষা সহ ফেরিঘাটের আধুনিকায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের বাইরে আপাতত নদী ভাঙন রক্ষায় কোন কাজ করা সম্ভব নয়।

[৭] নদী ভাঙন পরিদর্শন কালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রণি, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়