শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১১:৪২ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আগে যদি বলি আমি গর্ভবতী? মেয়ের এ প্রশ্নে উত্তরে যা বললেন অনুরাগ

নিউজ ডেস্ক: ২০ জুন বাবা দিবস উপলক্ষে বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপকে বিশেষ ট্রিট দেন তার কন্যা আলিয়া কাশ্যপ। তারই এক ফাঁকে প্রশ্ন করে বাবাকে এক প্রকার বেকায়দায় ফেলে দেন অনুরাগ কন্যা।

‘গ্যাংস অব ওয়াসিপুর’ পরিচালকের কাছে আলিয়া জানতে জান তার বয়ফ্রেন্ড শেন গ্রেগরিকে নিয়ে বাবার ধারণা কী? জবাবে অনুরাগ বলেন, ‘আমার তো শেনকে ভালোই লাগে। আমার আসলে তোমার চয়েজ বেশ পছন্দ। বন্ধুদের বেলায়, ছেলেদের ক্ষেত্রেও তোমার পছন্দ ভালো। শেন ভালো ছেলে, খুব আধ্যাত্মিক, শান্ত, ওর মধ্যে এমন কিছু গুণ আছে যা অনেক পুরুষের ৪০ বছরে হয় না। কঠিন পরিস্থিতিতে দারুণ সামলাতে পারে’।

আলিয়া এদিন বাবাকে একটি কঠিন প্রশ্নও করেন- ‘আচ্ছা, যদি আমি তোমাকে বলি, আমি গর্ভবতী?’ জবাবে অনুরাগ জানান, ‘আমি জানতে চাইব তুমি সত্যি মা হওয়ার জন্য তৈরি কি-না। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি সেটাই সমর্থন করব। আর সেটা তুমি ভালোভাবেই জানো। নিঃসন্দেহে সেটার জন্য তোমাকে হয়ত জীবনে অনেক কঠিন মূল্য দিতে হবে, সেই সম্পর্কেও তোমাকে একটা ধারণা দেব। কিন্তু শেষ পর্যন্ত তোমার পাশে থাকব।'

বিয়ের আগে যৌন সম্পর্কে জড়িত থাকা নিয়েও বাবাকে প্রশ্ন করেন আলিয়া। এই প্রশ্ন হেসে ‘মনমরজিয়া’ পরিচালক বলেন, ‘এটা আশির দশকের প্রশ্ন, বিষয়টা এখন অনেক এগিয়ে গেছে। এটা আমরা কলেজে থাকাকালীন করতাম এবং সেটার ঠিক-বেঠিক বিচার করতাম।'

অনুরাগ আরও বলেন, ‘আমাদের সেক্সুয়ালিটি, সেক্স এবং শরীরের বিষয়টা বুঝতে হবে। কোনও ধরনের চাপে পড়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে চলবে না। অথবা নিজেকে শান্ত প্রমাণের জন্য কোনও যৌন সম্পর্কে জড়ানোর দরকার নেই। তুমি সেটা তখন কর, যখন তুমি নিজে তেমনটা করতে চাইবে, তোমার মনে হবে তুমি তৈরি এবং তোমার সঙ্গে কেউ রয়েছে। সেটা বিশেষ কোনও মানুষ হতে হবে।’

মেয়েদের ছেলে-বন্ধু নিয়ে কোনও রাগঢাক নেই অনুরাগের। এ বিষয়ে জনপ্রিয় এই বলিউড পরিচালক বলেন, অনেক সময়ই মদ্যপ অবস্থায় বাবাকে ফোন করে কাণ্ড ঘটিয়েছেন আলিয়া। এমনকি বহুবার মদ্যপ অবস্থায় আলিয়ার বন্ধুরাও ডায়লগ শুনিয়েছেন তাকে। তবে ভালোবাসা নিয়ে সব পরিস্থিতিতেই মেয়ের পাশে থাকেন তিনি। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়