শিরোনাম
◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি : [২] সদরের মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড়ব্রীজ সংলগ্ন খালের পানিতে ডুবে জুয়েল রানা(১৩) ও জেহাদ হোসেন(১৩) নামক দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

[৩] মৃত শিশুরা হলো, সদর উপজেলার মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা ও জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন।

[৪] স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন দুই শিশুর মৃত্যু নিশ্চিত করে জানান, এদিন দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফি দিয়ে খেলা করছিল। হঠাৎ স্রোতের পাকের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারে হাত বাড়িয়ে টান দেয়ার চেষ্টাকালে সেও ওই পাকের মধ্যে পড়ে ডুবে যায়। খালের উপরে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় প্রায় অর্ধশতাধিক মানুষ খালের কমপক্ষে ১০ ফুট গভীর পানির মধ্যে নেমে তল্লাসী শুরু করে।

[৫] ঘটনার দেড় ঘণ্টা পর জেহাদকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে জুয়েল অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে স্থানীয়রা। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকেও মৃত ঘোষনা করেন। একই সাথে মর্মান্তিক ভাবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়